ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আট দল নিয়ে ২৫ মার্চ শুরু ইমার্জিং কাপ

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

আট দল নিয়ে ২৫ মার্চ শুরু ইমার্জিং কাপ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে জানা গিয়েছিল, আট দল নিয়ে বাংলাদেশে হবে ইমার্জিং টিমস কাপ। কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, ছয় দল নিয়ে হবে এ টুর্নামেন্ট। এখন আবার জানা যাচ্ছে আট দল নিয়েই হবে টুর্নামেন্টটি। ২৫ মার্চ টুর্নামেন্ট শুরু হবে। শেষ হবে ৩ এপ্রিল। টুর্নামেন্ট নিয়ে সর্বশেষ বিসিবির সিইও ১৫ মার্চ থেকে বদলে ২৫ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা জানান। সেই সঙ্গে বলেন, ‘বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ইমার্জিং কাপ ২৫ মার্চ শুরু হবে আর শেষ হবে ৫ এপ্রিল। আটটি নয়, ছয়টি দল নিয়ে ইমার্জিং কাপ অনুষ্ঠিত হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিডিউল অনুযায়ী হংকং ও আরব আমিরাত ব্যস্ত থাকায় আমরা ৬টি দল নিয়েই টুর্নামেন্টের পরিকল্পনা করছি।’ ইমার্জিং কাপের সবগুলো ম্যাচ ফতুল্লা, বিকেএসপি ও কক্সবাজারে অনুষ্ঠিত করার পরিকল্পনা বিসিবির। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু নেপালের হিমালয়ান নিউজ সার্ভিস জানাচ্ছে, টুর্নামেন্ট শেষ হবে ৩ এপ্রিল। আট দল টুর্নামেন্টে অংশ নেবে। নেপাল এ টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে নিশ্চিত করেছে। এমনকি হংকংও খেলবে। তবে সংযুক্ত আরব আমিরাত ঠিকই টুর্নামেন্টে খেলছেন না। টুর্নামেন্টে চার টেস্ট খেলুড়ে দলের সঙ্গে চার আইসিসির সহযোগী দল থাকছে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সহযোগী দলগুলোর মধ্যে নেপাল, মালয়েশিয়া, হংকং ও আফগানিস্তান খেলবে। অনুর্ধ-২৩ দলগুলো নিয়ে খেলবে প্রতিটি দল। নেপাল এ মুহূর্তে কেনিয়ার বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশিপ খেলছে। ঘরের মাঠে এ লীগ ১৩ মার্চ শেষ হবে। এরপরই ইমার্জিং কাপ খেলতে বাংলাদেশে রওনা হবে নেপাল। যে টুর্নামেন্টটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ক্রিকেট এ্যাসোসিয়েশন অব নেপালে (সিএএন) সরকারের হস্তক্ষেপের জন্য নেপাল বোর্ডকে সাময়িক নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিন্তু নেপাল এখন সেই ছাড়পত্র পেয়ে গেছে। সিএএনের সিইও ভুবানা ঘিমিরি জানিয়েছেন বিষয়টি। তিনি বলেছেন, ‘নেপাল এ টুর্নামেন্টে অংশ নেবে। এ টুর্নামেন্ট থেকে নেপালকে সরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু এসিসির কাছে নেপালের অংশ নেয়া নিয়ে ইমেইল করি। পাল্টা ইমেইলও দেয় সংগঠনটি। তাতে খেলার নিশ্চয়তাই মিলে।’ আর তাই এখন নেপাল টুর্নামেন্টে অংশ নেবে। শুরুতে দুটি কারণে নেপাল টুর্নামেন্টে থাকার কথা ছিল না। প্রথমত নিষেধাজ্ঞা, দ্বিতীয়ত ওয়ানডে স্ট্যাটাস না থাকায়। এসিসি থেকে সিদ্ধান্ত নিয়েছিল, যারা ওয়ানডে স্ট্যাটাস পায়নি, তাদের এবার এ টুর্নামেন্টে অংশ নিতে দেয়া হবে না। কিন্তু ঘিমিরির তথ্য অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এসিসি। আর তাই ওয়ানডে স্ট্যাটাস থাকা আফগানিস্তান, হংকংয়ের সঙ্গে সেই মর্যাদা না থাকা নেপাল ও মালয়েশিয়াকেও টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ দিয়েছে এসিসি। আর তাই আট দলের অংশগ্রহণেই ২৫ মার্চ শুরু হবে টুর্নামেন্ট।
×