ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ চার পর্যটক নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ চার পর্যটক নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারে পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলে মা ও ছেলে, চুয়াডাঙ্গায় এক সহযোগী অধ্যাপক, দিনাজপুরে এক স্কুলশিক্ষক, পঞ্চগড়ের বোদায় এক মাইক্রো যাত্রী, মাদারীপুরে মাদ্রাসাছাত্র, রাজশাহীতে এক সাইকেল চালক, কক্সবাজারে এক শ্রমিক এবং মাগুরায় এক নছিমন চালক রয়েছেন। শনিবার পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আবুল হাশেম বলেন, শনিবার সকাল নয়টার দিকে চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় কক্সবাজার শহরমুখী পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং আহত হন আটজন। নিহতরা হলেন ঢাকার রায়েরবাগ এলাকার আসাদুজ্জামান বাপ্পীর স্ত্রী কুলসুমা আক্তার (২৫), মোঃ জিকুর স্ত্রী আয়েশা আক্তার শিল্পী (২০), সবুজবাগ এলাকার আয়াত আলীর পুত্র আমির হোসেন (৩৫) এবং একই এলাকার মোহাম্মদ কিবরিয়া (৩০)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। মাইক্রোবাসে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসার পথে দুর্ঘটনায় পতিত হন তারা। এছাড়া শনিবার সকালে রামুর রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপর এক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। এ ঘটনায় দুজন আহত হন। জানা যায়, ফলবাহী একটি পিকআপ উখিয়ার কোটবাজার যাওয়ার পথে শনিবার সকালে রামুর রশিদনগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারালে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং দুজন আহত হন। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় শনিবার বেলা ১২টার দিকে একটি অটোরিক্সা সড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মা ও ছেলে নিহত হয়। নিহতরা হল রাজিব মিয়ার স্ত্রী সাথী আক্তার (২০) ও তার সাত মাসের ছেলে সাখাওয়াত। এ সময় সিএনজির আরও চার যাত্রী আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকচালক সোহাগকে আটক করেছে পুলিশ। নিহতদের বাড়ি সদর উপজেলার করটিয়া গ্রামে। ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক এহতেশামূল হক নতুন (৫৫) নিহত ও অপর সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম (৫২) আহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সরকারী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবার আলী শেখ জানান, সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ওই দুজন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এহতেশামুল হক নতুনকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর আলমের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান। এহতেশামূল হকের (নতুন) মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুর ॥ শনিবার সকাল সাড়ে আটটার দিকে সহকারী শিক্ষক মজিবর রহমানকে সঙ্গে নিয়ে শিক্ষক রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তারা নশিপুর এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর শিক্ষক মজিবর রহমানকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা স্পিডব্রেকার নির্মাণ দাবিতে মহাসড়ক অবরোধ করে। পঞ্চগড় ॥ শনিবার ভোর পাঁচটায় নীলফামারী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সাকোয়া পেট্রোলপাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারালে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোযাত্রী মনোয়ার হোসেন নিহত এবং চালকসহ আরও চারজন গুরুতর আহত হন। তারা পঞ্চগড়ে তিন দিনব্যাপী জেলা এজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে আসছিলেন বলে জানা গেছে। আহতদের প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মাগুরা ॥ শনিবার সকালে মাগুরার পারনান্দুয়ালী এলাকায় ইটবোঝাই নছিমনকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে নছিমন চালক শুকুর আলী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক হলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে মাগুরা থানায় মামলা হয়েছে। মাদারীপুর ॥ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈরের টেকেরহাট ব্রিজের কাছে ঢাকাগামী বাসের ধাক্কায় ওবায়দুর মোল্লা (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ওবায়দুর মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামের রবিউল মোল্লার ছেলে এবং মোল্লাদি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী ॥ গোদাগাড়িতে ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৫৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল করিম সাইকেলে টিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় চাঁপাই থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
×