ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খুলনায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

প্রকাশিত: ০৫:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় বন্দুকযুদ্ধে  চরমপন্থী নেতা  নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার হরিণটানা থানা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিয়াউর রহমান সানা ওরফে হাতকাটা জিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জিয়া ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত বাবর আলী সানার ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই ফরিদ আহমেদ এবং কনস্টেবল আমিরুল ইসলাম, বদরুল আলম ও দেবব্রত আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সে চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) সেকেন্ড ইন কমান্ড। শুক্রবার ভোরে কৈয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। এদিকে নিহত জিয়ার ভাই আব্দুর রহিম সানা বলেন, বৃহস্পতিবার সকালে একটি মারামারি মামলার আসামি হিসেবে হাজিরা দিতে তার ছোট ভাই খুলনার আদালতে যায়। এ সময় আদালত এলাকা থেকে ইউনিফর্ম পরা এক পুলিশ এবং সাদা পোশাকধারী কয়েকজন তার ভাই জিয়াকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। অবশ্য পুলিশের পক্ষ থেকে জিয়াকে তুলে নেয়ার অভিযোগ অস্বীকার করা হয়। পুলিশ জানায়, একদল ডাকাত কেএমপির হরিণটানা থানাধীন কৈয়া বাজার সংলগ্ন সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি বর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের একপর্যায়ে জিয়া গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ জিয়াকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×