ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেলসির জয়ে ফেরার মিশন

প্রকাশিত: ০৫:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

চেলসির জয়ে ফেরার  মিশন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছে চেলসি। আজ রাতে ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের প্রতিপক্ষ সোয়ানসি সিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেষ্টার সিটির পয়েন্ট ৫২। আর ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানটা আরও বেশি সুসংহত করার লক্ষ্যেই মাঠে নামছে ব্লুজরা। দলটির মিডফিল্ডার চেস ফেব্রিগাস বলেনছেন, আগের ম্যাচে আমরাই ভাল খেলেছি। তবে ভাগ্য সঙ্গে না থাকায় জয় পায়নি। সোয়ানসির বিরুদ্ধে অনেক বেশি আক্রমণাত্মক খেলব আমরা। আবারও জয়ের ধারায় ফিরতে চাই। এ সময় পয়েন্ট হারালে আমাদেরই ক্ষতি হবে। বর্তমানে বেশ ভাল অবস্থায় আছি আমরা। এই ধারাটা অব্যাহত রাখতে পারলে আগেভাগেই শিরোপা জিতে নিতে পারব। ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে সোয়ানসি। তারপরও প্রতিপক্ষকে সমীহ করছেন ফেব্রিগাস। সাবেক বার্সিলোনা তারকা বলেন, প্রথম রাউন্ডের ফলাফল আমাদের সবারই মনে আছে। ২-২ গোলে ম্যাচটি ড্র হয়েছিল। বর্তমানে সোয়ানসি যে অবস্থাতেই থাকুক না কেন, তারা বেশ শক্তিশালী দল। সোয়ানসিকে বড় দলের মতোই দেখছি আমরা। সর্তকতার সঙ্গেই আমাদের পুরো ম্যাচটি খেলতে হবে। গত বছরের সেপ্টেম্বরে নিজেদের মাঠে ৮০ মিনিট পর্যন্ত চেলসির বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল সোয়ানসি। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। তাই ওই ম্যাচের মতোই ভাল খেলার ইচ্ছার কথা জানিয়েছেন সোয়ানসির সুইডিশ ডিফেন্ডার মার্টিন ওলসন। তিনি বলেন, ওই ম্যাচের ভিডিও ফুটেজ আমরা আবারও দেখেছি। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেছি। পরিকল্পনানুযায়ী খেলতে পারলে এবারও চেলসিকে আটকাতে পারব আমরা। ওই ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
×