ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুরঞ্জিতের স্ত্রী

প্রকাশিত: ০২:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুরঞ্জিতের স্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রবীণ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত মায়ের পক্ষে এ আবেদনপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, জয়া সেনগুপ্তসহ এ পর্যন্ত মোট চারজন উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসন শূন্য হয়। এ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।
×