ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২য় দিনশেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৯৮ রানে

প্রকাশিত: ০০:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

২য় দিনশেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৯৮ রানে

অনলাইন রিপোর্টার ॥ পুনে টেস্টে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ২য় ইনিংসে হাতে ৬ উইকেট রেলে এগিয়ে আছে ২৯৮ রানে। অস্ট্রেলিয়া আজ সকালে ২৬০ রানে অলআউট হয়ে যায়। ভারত প্রথম ইনিংসে ১০৫ রানে অলআউট হয়। ১৫৫ রানের লিড নিয়ে খেলতে নেমে ১০ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারায় অস্ট্রেলিয়া। ২৩ রানের মাথায় শূন্য রানে আউট হন শন মার্শ। অশ্বিনের স্পিন জাদুতে এই দুই জনেই এলবিডব্লিউ হয়ে আউট হন।এর পর অশ্বিন তৃতীয় উকেট নিলে অস্ট্রেলিয়া বেশ চাপে পড়ে। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক স্মিথ ও মার্শ ৩০ রান করে। ২য় দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উকেটে ১৪৩ রান। স্মিথ অপরাজিত আছেন ৫৯ রানে। আর মার্শ অপরাজিত ২১ রানে। আজকে ভারতের ফিল্ডারা ক্যাচ ফেলেছে সমান তালে। স্মিথের ২৩, ২৯ ও ৩৯ রানে তিনটি ক্যাচ ফেলেন ভারতের ফিল্ডাররা। ফলে ক্যাট মিসের সঙ্গে ম্যাচটাও হাতছাড়া হতে পারে ভারতের। এদিকে অস্ট্রেলিয়া চলে এসেছে একটি সন্মানজনক অবস্থানে যা পুনের পিচে ভারতে রান তাড়াতে অনেকটা অস্বস্তিতে ফেলবে। ভারতের ১ম ইনিংসটি ভালই চলছিলো।লাঞ্চে ভারত যখন ৭০/৩, তখনও এই বিপর্যয়ের আশঙ্কা করেননি কেউই। লাঞ্চের পর যেন রুদ্রমূর্তি ধরে অজি বোলাররা। যার ফলে স্কোরবোর্ডে ১০০ ওঠার আগেই ৮ উইকেট হারাল ভারত। শেষ পর্যন্ত ১০৫ রানে শেষ হল বিরাটদের ইনিংস। এক লোকেশ রাহুল ছাড়া রান পেলেন না কেউই। যে পিচকে প্রথম দিনই ঘূর্ণি আখ্যা দিয়েছিলেন বেশির ভাগ বিশেষজ্ঞ। স্টার্কদের বলের কোনও হদিশই পাচ্ছিলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। হদিশ পাচ্ছিলেন না নবাগত বাঁহাতি স্পিনার ওকিফেরও। একাই ছয় উইকেট নিলেন অজি বাঁহাতি স্পিনার। স্টার্ক নিলেন ২টি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া আছে সুবিধাজনক অবস্থানে।
×