ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন ইইউ রাষ্ট্রদূতগণের

প্রকাশিত: ০৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন ইইউ রাষ্ট্রদূতগণের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম এবং রাজদেবোত্তর এস্টেটের এজেন্ড অমলেন্দু ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, মন্দির পরিচালনা কমিটির সদস্য প্রেমনাথ রায়, বিশ্বনাথ গুপ্ত, সাংবাদিক গোলাম নবী দুলাল এবং কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক উপস্থিত ছিলেন। পরিদর্শনে আসা কুটনীতিকরা হলেন ইইউয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান পিয়েরি মায়াউডোন, জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস হেইনরিচ প্রিনজ, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস লিওনি কুয়েলেনাক, ব্রিটিশ হাইকমিশনার মিজ এলিসন ব্ল্যাক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার এবং ব্রিটিশ হাইকমিশনের চীফ প্রটোকল অফিসার একেএম ফজলুল হক। এশিয়া মহাদেশের টেরাকোটা স্থাপত্যে সমৃদ্ধ কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ দেখে কূটনীতিকরা ভূয়সী প্রশংসা করেন। তারা এ সময় মন্দিরের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন।
×