ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের নির্দেশনা না মানলে আইনী ব্যবস্থা ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সরকারের নির্দেশনা না মানলে আইনী ব্যবস্থা ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ ফেব্রুয়ারি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারী বিশ^বিদ্যালয়গুলো সরকারের নির্দেশনা অনুসরণ না করলে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বুধবার দুপুরে উপজেলার আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবর্তনে ৩ হাজার ৪৭৩ জন নবীন গ্র্যাজুয়েট শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। এছাড়া, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭টি বিভাগে ১৬ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করেন। ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ভারতের ভিআইটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর এবং এডুকেশন প্রমোশন সোসাইটি ফর ইন্ডিয়ার সভাপতি ড. জি বিশ^নাথান, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, বিশ^বিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×