ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে প্রথম দিনে ভোট গ্রহণ

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে প্রথম দিনে ভোট গ্রহণ

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা আইনজীবী সমিতির প্রথম দিনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬ হাজার ১৯৮ জন আইনজীবী ভোটারের মধ্যে প্রথম দিন ৩ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৭-২০১৮ কার্যবর্ষের কমিটির জন্য এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেলে এ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আইয়ুবুর রহমানসহ ২৭ জন রয়েছেন। এছাড়া বিএনপি সমর্থক নীল প্যানেলে সভাপতি পদে মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে এ্যাডভোকেট মো. হাবিবুর রহমানসহ ২ জন প্রার্থী রয়েছেন। আগের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ সমর্থক প্যানেল জয়লাভ করে। বিএনপি সমর্থকরা মাত্র ৬টি পদে জয়লাভ করে। নির্বাচনে এ্যাডভোকেট খোন্দকার আবদুল মান্নন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১৯ জন নির্বাচন কমিশনার এবং ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন। সদস্যদের মধ্যে আছেন দৈনিক জনকণ্ঠের কোর্ট রিপোর্টার সদস্য এ্যাডভোকেট সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি। বুধবার নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ মজুমদার বিএনপিদলীয় সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এবং উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে সাহারা খাতুন এবং বাসেদ মজুমদার গতকাল ভোটাধিকারও প্রয়োগ করেছেন। নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
×