ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চসিক ভবনে টেন্ডারবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ॥ আহত ৫

প্রকাশিত: ০৮:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

চসিক ভবনে টেন্ডারবাজি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ৩ গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। আহত তিনজন হলো অশোক দেব লিটন, আসিফ ও অভি। বড় ধরনের সংঘর্ষ এড়াতে নগর ভবনের ভেতরে ও মেইন গেটসংলগ্ন এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। টেহুার নিয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে রাতে মেয়র ঘটনাটি স্রেফ ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। এ ঘটনায় টেন্ডারের কোন সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাটের ইজারা সংক্রান্ত টেন্ডার জমা দেয়ার দিন ছিল বুধবার। বহির্নোঙ্গরে জাহাজে বিদেশী ক্রুর মৃত্যু ॥ বুধবার দুপুরে বন্দরের বহির্নোঙ্গরে বারসেল কায়েস (৬০) নামে এক বিদেশী ক্রুর মৃত্যু হয়েছে। এমভি ক্যামিলা নামের কন্টেনারবাহী একটি জাহাজের গরম পানির পাইপ ফেটে যাওয়ার পর ইউক্রেনের ওই ক্রু আহত হন। পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
×