ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকসামে রাস্তার পাশের গাছে মড়ক

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

লাকসামে রাস্তার পাশের গাছে মড়ক

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি ॥ সরকারী রাস্তার দু’পাশে বনায়নকৃত গাছে মড়ক লেগেছে। লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের পৌরসভার মিশ্রি এলাকা, কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা, চুনাতি, মনহরপুর, চাঁনগাঁও, নোয়াপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তার দু’পাশে শত শত মরা গাছ কঙ্কালের মতো ঠায় দাঁড়িয়ে আছে। এগুলোর কোনটিতে ঘুণে ধরেছে, আর কোনটিতে কাঠ পোকা বাসা বেধেছে। গাছগুলো ভেঙ্গে পড়ে যানবাহনের ক্ষয়ক্ষতিসহ, যাত্রী সাধারণ ও পথচারীদের প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। এসব মরা গাছ ভেঙ্গে পড়ে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে এলাকার জনসাধারণ এবং রাস্তাগুলোতে যাতায়াতকারী যানবাহনের চালক ও যাত্রীরা ওই এলাকা পারাপার হচ্ছেন ঝুঁকি নিয়ে। স্থানীয় লোকজন আইনগত জটিলতা থাকায় সরকারি এ গাছ না পারছেন কাটতে, না পারছেন রাখতে। এ পরিস্থিতিতে ওই এলাকার লোকজন বারবার সরকারী কর্মকর্তাদের কাছে ধর্না দিলেও কাজের কাজ কিছুই হয়নি।
×