ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই নারীসহ সাত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

দুই নারীসহ সাত লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনায় আবাসিক হোটেল ও চাঁদপুরে মেঘনা নদী থেকে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝালকাঠিতে খাল থেকে এক গোবিন্দগঞ্জে নিজ বাড়ি থেকে দুই যুবক, বাঁশখালীতে পাহাড়ে নিখোঁজের এবং ফরিদপুরে গম ক্ষেত থেকে অপর এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ খুলনা ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় অবস্থিত গাজী বোডিং আবাসিক হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলে রেজিস্ট্রারে যুবতীর নাম শিখা লেখা থাকলেও পুলিশ তার সঠিক পরিচয় বুধবার বিকেল পর্যন্ত উদঘাটন করতে পারেনি। তবে এ ঘটনায় স্থানীয় মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে হোটেলের ম্যানেজার সাগর হোসেন বাপ্পীসহ দুইজনকে আসামি করে ডুমিরিয়া থানায় হত্যা মামলা করেছেন। ম্যানেজারকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকার গেন্ডারিয়ার ঠিকানা দিয়ে সাকিব ও শিখা নামে দুই যুবক-যুবতী স্বামী-স্ত্রী পরিচয়ে চুকনগর বাজারের গাজী আবাসিক হোটেলে ওঠে। মঙ্গলবার সকালে যুবকটি বাইরে চলে যায়। সে আর হোটেলে ফিরে আসেনি। রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ভুয়া নাম-ঠিকানা দিয়ে তারা ওই হোটেলে উঠেছিল। ডুমুরিয়া থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় মাগুরাঘোনা ক্যাম্পের এসআই রুহুল আমিন বাদী হয়ে মৃতার কথিত স্বামী ‘সাকিব’ ও হোটেলের ম্যানেজার সাগর হোসেন বাপ্পীকে আসামি করে হত্যা মামলা করেছেন। সাকিব পলাতক রয়েছে। চাঁদপুর ॥ পুরান বাজার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় নারীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় পুরান বাজার হরিসভা মন্দির এলাকা মেঘনা নদী চাঁদপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ এলাকার দরজী বাড়ির পাশের খাল থেকে বুধবার সকাল ১০টার দিকে আল-আমিন মুন্সির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আল-আমিন মুন্সি বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের হায়দার আলী মুন্সির ছেলে। পুলিশ জানায়, আল-আমিনের গ্রামের বাড়ি থেকে নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা চত্বরে বার্ষিক ওয়াজ মাহফিলের যোগ দেয়ার জন্য আসেন। বুধবার ফজরের নামাজ আদায়ের জন্য খালে ওজু করতে গেলে মুসল্লিরা আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলায় গৌর মণ্ডল (৪৮) ও মিনারুল শেখের (২৮) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার এ তথ্য জানান। গৌর মণ্ডল শালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামের মৃত জগাই মণ্ডলের ছেলে ও মিনারুল শেখ দরবস্ত ইউনিয়নের সাপগাছি গ্রামের আবুল বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গভীর রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে গৌর মণ্ডল। পরে পরিবারের লোকজন তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। অন্যদিকে, মিনারুল শেখ একইদিনই সন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশক খেলে তার মৃত্যু হয়। বাঁশখালী ॥ শীলকূপ মোজাহের পাহাড়ে অবশেষে মিলল যুবকের লাশ। মঙ্গলবার সকালে ওই পাহাড়ের পাশে স্থানীয়রা কাজ করতে গেলে যুবকের লাশ দেখে তারা প্রশাসনসহ স্থানীয় জনগণকে খবর দেয়। মুহূর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে শত শত লোক ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে সূত্রমতে চাম্বল মিয়ার দোকান এলাকার সেলুন ব্যবসায়ী এবং চাম্বল রুদ্র পাড়ার অষ্টম রুদ্রর ছেলে শিমুল রুদ্র (২২) গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। পরবর্তী সময়ে তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে যুবকের লাশ দেখে স্থানীয় জনগণ প্রশাসনকে খবর দেয়। ফরিদপুর ॥ নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের শাহজাহান মিয়া (৪৫) শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে রামনগর উচ্চ বিদ্যালয়ের কাছে সালাম শেখের গমের ক্ষেতে তার লাশটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শাহজাহান মিয়া রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার দুই স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। ছোট স্ত্রী বিদেশে থাকেন। সকালে ওই স্কুলের এক শিক্ষক স্কুলসংলগ্ন গম ক্ষেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতের গলায় শ্বাসরোধ করার দাগ ছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বড় স্ত্রী রীনা বেগম জানান, গত মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হন শাহজাহান মিয়া। এরপর সারারাতে তিনি ঘরে ফিরে আসেননি। খুলনা ॥ তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭ শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি এবং ভারপ্রাপ্ত ডিআইজি একরামূল হাবিব। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বর্তমানে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ব্যক্তিগত, পারিবারিক, কৃষি, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, যাতায়াতে বাস-ট্রেনের টিকিট ক্রয়সহ প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনধারাকে পাল্টে দিয়েছে।
×