ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় তিন চ্যানেলের সম্প্রচারে বাধা নেই

প্রকাশিত: ০০:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

ভারতীয় তিন চ্যানেলের সম্প্রচারে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে ভারতীয় এই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একই সঙ্গে তিন চ্যানেলের বিষয়ে আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপীলের (আপীলৈর অনুমতি চেয়ে আবেদন) করার জন্য বলেছেন আদালত। এ সংক্রান্ত আবেদনের উপর বুধবার ‘নো অর্ডার’ দেন আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বার জজ আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া, সঙ্গে ছিলেন সৈয়দা শাহীন আরা লাইলী।
×