ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপা নেতা হাফিজুরের সন্ধান এখনও মেলেনি

প্রকাশিত: ০৮:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

জাপা নেতা হাফিজুরের সন্ধান এখনও মেলেনি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা প্রাডো গাড়ির মালিকের পরিচয় পাওয়া গেছে। তার নাম খন্দকার হেফজুর রহমান। সাড়ে পাঁচ মাস আগে জাপা নেতা হেফজুর রহমানকে গাড়িটিসহ অজ্ঞাতরা অপহরণ করে। নদীর তলদেশ থেকে তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হলেও হেফজুরের সন্ধান এখনও মেলেনি বলে পরিবারের সদস্যরা দাবি করেছে। হেফজুরের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার লক্ষীপুর গ্রামে। তিনি জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু) থেকে ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনে সংসদ নির্বাচনে ‘বাইসাইকেল’ প্রতীকে নির্বাচন করেছিলেন। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি মাছের ঘেরে মাছ ধরার সময় জেলেদের জালে গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বিলাসবহুল একটি প্রাডো জীপ গাড়ি আটকা পড়ে। পরে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। গাড়িটি উদ্ধারের পর কাপাসিয়া থানার এসআই মোঃ দুলাল মিয়া আদালতের অনুমতি নিয়ে গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর দিয়ে বিআরটিএতে অনুসন্ধান চালায়। এতে গাড়িটির প্রকৃত মালিক ও গাড়ির নম্বর পাওয়া যায়। মঙ্গলবার রাতে খন্দকার হেফজুর রহমানের স্ত্রী সালেহা বেগম কাপাসিয়া থানায় এসে নদী থেকে উদ্ধারকৃত প্রাডো গাড়িটি শনাক্ত করেন। সালেহা বেগম জানান, মামলা দায়েরের পর তিনি নিজ উদ্যোগে চালক শাহ আলমের সন্ধান করেন। চালক শাহ আলমকে ২০১৬ সালের ৯ জুন কৌশলে গুলশান থানায় নিয়ে যান। সেখানে নিয়ে গেলে থানা পুলিশ চালক শাহ আলমের জবানবন্দী ও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।
×