ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা আইনজীবী সমিতি

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে বিজয়ী করার আহ্বান

প্রকাশিত: ০৮:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে বিজয়ী করার আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলকে বিজয়ী করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ২২ আইনজীবী। ২২ ও ২৩ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বৈঠক শেষে ২২ আইনজীবী লিখিত বিবৃতির মাধ্যমে উল্লিখিত আহ্বান জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনকে সামনে রেখে উভয় দলই প্যানেলকে জয়ী করতে ব্যাপক প্রচার চালিয়েছে। ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন সবাই অপেক্ষায় রয়েছেন নির্বাচনের জন্য। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট আব্দুর রহমান হাওলদার। আর সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন এ্যাডভোকেট আইয়ুবুর রহমান। আওয়ামী লীগ গত ২৬ জানুয়ারি তাদের প্রার্থিতা ঘোষণা করে। সাদা প্যানেলকে বিজয়ী করতে বিবৃতিদানকারী ২২ আইনজীবী হলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল বাছেত মজুমদার, সরদার মোহাম্মদ সুরুজ্জামান, আবু সাইদ সাগর, রেজাউর রহমান, আফছার উদ্দিন খান, জেড আই খান, লায়েকুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ আবু প্রমুখ।
×