ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাইয়ে জয় দিয়ে শুরু ওজনিয়াকির

প্রকাশিত: ০৬:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

দুবাইয়ে জয় দিয়ে শুরু ওজনিয়াকির

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন আগেই শিরোপা হাতছাড়া হয়েছে। দোহায় অনুষ্ঠিত কাতার ওপেনের ফাইনালে বিশ্বের তিন নম্বর ক্যারোলিনা পিসকোভার কাছে হেরে যান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। তবে সেই পরাজয় ভুলে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসে দুর্দান্ত শুরু করেছেন বিশ্বের সাবেক এক নম্বর ওজনিয়াকি। ডেনিশ তারকা সরাসরি ৬-২, ৭-৫ সেটে হারিয়েছেন রাশিয়ান তরুণী দারিয়া কাসাতকিনাকে। অলিম্পিক চ্যাম্পিয়ন পুয়ের্টোরিকোর মোনিকা পুইগ পিঠের ব্যথা নিয়েও জিতে গেছেন কাজাখস্তানের ইয়ারোসøাভা শিভেডোভার বিরুদ্ধে। দোহা থেকে কাতার আসতে হয়েছে। মাঝে মাত্র একদিন সময় পেয়েছেন বিশ্রামের। এ সময়ের মধ্যেই আবার নামতে হয়েছে প্রতিযোগিতায়। তবে ভালভাবেই শুরু করলেন বিশ্বের ১০ নম্বর ওজনিয়াকি। এ ডেনিশ তারকার বিরুদ্ধে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি দারিয়া। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও হেরে গেছেন। জয়ের পর তাই বেশ উচ্ছা¡সিত ওজনিয়াকি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি কোন বাই পাইনি। কিন্তু সেটা এখন আমার বেশ পছন্দনীয় হয়েছে। আমি কোন অভিযোগ করতে চাই না। কারণ আমি যে অবস্থাতেই ছিলাম, দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছি। আমার এতে আরও শাণিত হয়েছি। প্রথম রাউন্ডটা আরও সহজতর হতে পারত। কিন্তু যেটাই হয়েছে আমার জন্য ভাল হয়েছে। কারণ শুরু থেকেই আমি ভালভাবে খেলার প্রতি মনোযোগী হতে পেরেছি। এখানে একেবারেই ভিন্নধর্মী পরিবেশ। বলগুলো খুবই দ্রুত যাচ্ছে। কোর্টও দ্রুততর। আমি নিজের খেলা নিয়ে সন্তুষ্ট।’ প্রথম রাউন্ডে রিও ডি জেনিরো অলিম্পিকে স্বর্ণজয়ী পুইগও জয় তুলে নিয়েছেন। অবশ্য পিঠের ব্যথায় পুরোপুরি স্বস্তিতে ছিলেন না এ পুয়ের্টোরিকান তরুণী। এ কারণে কিছুটা লড়াই করতে হয়েছে তার কাজাখস্তানের শিভেডোভার বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুইগ জয় তুলে নেন ৬-৩, ৪-৬, ৬-৪ সেটে। দোহায় গত সপ্তাহে ওজনিয়াকির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন। তিনদিন পর নেমেই শুরুটা ভাল হল পুইগের। এর আগে শিভেডোভার বিরুদ্ধে চারবার খেলে তিনবারই হেরেছিলেন পুইগ। বিশ্বের ৪২ নম্বর র‌্যাঙ্কিংধারী এ টেনিস তারকা বলেন, ‘কিছুটা ব্যথা আছে এখনও। যত দ্রুত সম্ভব আমাকে এটা কাটিয়ে উঠতে হবে। এ জয়ের পর অবশ্য কিছুটা ভাল বোধ করছি।’ এ আসরে এক নম্বর বাছাই হিসেবে বিশ্বের দুই নম্বর জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ও পিসকোভা সরাসরি খেলবেন দ্বিতীয় রাউন্ডে। ১৭ বছর বয়সী মার্কিন কিশোরী ক্যাথেরিন বেলিস অভিষেকেই জিতেছেন কাজাখ তারকা জুলিয়া পুটিন্টসেভার বিরুদ্ধে ৬-১, ৭-৫ সেটে। চীনের পেং শুয়াই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো, যুক্তরাষ্ট্রের এ্যালিসন রিসকে, ইউক্রেনের ক্যাটেরিনা বোনদারেঙ্কো, যুক্তরাষ্ট্রের লনের ডেভিস ও ক্রিস্টিনা ম্যাকহেল দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
×