ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই যাত্রীসহ ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্নের বার জব্দ

প্রকাশিত: ২৩:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শাহজালালে দুই যাত্রীসহ ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্নের বার জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি স্বর্ণসহ মামুন হোসেইন ও মোসলেম উদ্দিন নামে দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিমানবন্দর থানায় সোর্পদ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজের সূত্র জানায়, স্বনের্র বারগুলোর অনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার মধ্যরাতে যাত্রী মামুন হোসেইন মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইটে (ওডি ১৬২) ঢাকায় আসেন। গ্রিন চ্যানেলে তল্লাশির সময় শুল্কযোগ্য পণ্য আনার কথা অস্বীকার করেন তিনি। কাস্টমর্স কর্মকর্তারা অভিজ্ঞতার আলোকে তার চার্জার লাইটের ব্যাটারি স্ক্যান করেন। তখনই স্বর্নের অস্তিত্ব খুঁেজ পাওয়া যায়। এরপর তিনটি চার্জার ব্যাটারির মধ্য থেকে ছয়টি করে মোট ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃতে স্বর্ণের বারগুলো ওজন ১ কেজি ৮০০ গ্রাম। যার অনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। তিনি জানান, অন্যদিকে মঙ্গলবার সকালে ওমানের মাস্কট থেকে চট্রগ্রাম হয়ে মোসলেম উদ্দিনের বহনকারী ফ্লাইট (আরএক্স ০৭২৪) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন। তিনি চট্টগ্রাম থেকে উঠেই উড়োজাহাজের টয়লেটে গিয়ে আটটি সোনার বার প্রবেশ করান রেকটামে। বিমান থেকে নামার পর জিজ্ঞাসাবাদের সময় মোসলেম উদ্দিন স্বর্ণবহনের কথা অস্বীকার করেন। তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করালে রেকটমে স্বর্নের অস্তিত্ব খুঁেজ পাওয়া যায়। পরবর্তীতে বিমানবন্দরের টয়লেটে নিয়ে মোসলেমের কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৯২৮ গ্রামের। জব্দকৃত স্বর্নের অনুমানিক মূল্য ৪৬ লাখ টাকা। যাত্রী মোসলেমের গ্রামের বাড়ি চট্রগ্রামে।
×