ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলামে স্টোকসের রেকর্ড

প্রকাশিত: ০৫:১৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আইপিএল নিলামে স্টোকসের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসর সামনে রেখে বেঙ্গালুরুতে চলছে খেলোয়াড় নিলাম (কেনাবেচা)। সোমবার প্রথম দিনের বড় চমক বেন স্টোকস। রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপী খরচ করে এই ইংলিশ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্য, সর্বোপরি রেকর্ডটা যুবরাজ সিংয়ের (১৬ কোটি রুপী, নবম আসরে)। তবে ভিনদেশী ক্রিকেটারদের মধ্যে স্টোকসই এখন সবার ওপরে। প্রথমদিনের নিলামে সহযোগী দেশ আফগানিস্তানের একাধিক খেলোয়াড় দল পেলেও বাংলাদেশীদের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। উল্লেখ্য, এবার নতুন করে ৬ টাইগার তারকাকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছিল, তারা হলেনÑ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। সাকিব-আল হাসান (কলকাতা) আগে থেকেই ছিলেন, গতবার যুক্ত হন মুস্তাফিজুর রহমান (হায়দরাবাদ)। নিলামের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের কেউ দল পান কিনা, সেটিই দেখার অপেক্ষা। মজার বিষয়, নিলামে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপীভিত্তি মূল্যের ইশান্ত শর্মা প্রথমদিনে দল পাননি। এবার সামন ভিত্তি মূল্যের বিদেশীরা হলেনÑ ইংল্যান্ডের বেন স্টোকস, ইয়ন মরগান ও ক্রিস ওকস; অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও প্যাট কামিন্স; শ্রীলঙ্কার এ্যাঞ্জেলো ম্যাথুস। যেখানে প্রথম চমকটা স্টোকসই দেখালেন। সাড়ে ১৪ কোটি রুপী, অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৭ কোটি ১৩ লাখের কাছাকাছি পাবেন তিনি। স্টোকস তবু আগে থেকেই আলোচনায় ছিলেন। দিনের দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে টাইমাল ?মিলসের। এটিকেও আরেকটি বড় চমক বলতে হবে। মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া ২৪ বছর বয়সী উদীয়মান ইংল্যান্ড ফাস্ট বোলারের দাম শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে ১২ কোটি রুপীতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তার জন্য ভিত্তিমূল্যর ২৪ গুণ বেশি খরচ করতে যাচ্ছে। এছাড়া শুরুর দিকের নিলামে আর কোন চাঞ্চল্য নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের চাহিদার অনুযায়ী ভিত্তিমূল্যতেই বাকি সব বড় তারকাকে কিনে নিয়েছে। ইয়ন মরগানকে ২ কোটি রুপীতে কিংস ইলেভেন পাঞ্জাব, একই দামে এ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়েছে দিল্লী ডেয়ারডেভিলস, আর দিল্লী ১ কোটি রুপীতে কিনেছে নিউজিল্যান্ডের কোরি এ্যান্ডারসনকে। ৩০ লাখ রুপী ভিত্তিমূল্যের বাংলাদেশী ক্রিকেটাররা অবিক্রিত থাকলেও আফগান ক্রিকেটাররা দল পেয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী প্রথম আফগান হিসেবে আইপিএলে সুযোগ পান। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপীতেই নবীকে দলে পেয়ে যায় হায়দরাবাদ। তরুণ লেগ স্পিনার রাশিদ খানকেও দলে ভিড়িয়েছে তারা। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপী থেকে নিলাম শেষে চার কোটি রুপীতে ডেভিড ওয়ার্নার-মুস্তফিজদের সঙ্গী হচ্ছেন তিনি। এছাড়া কলকাতা দলে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে। আট দল নিয়ে আগামী ৫ এপ্রিল-২১ মে ভারতের বিভিন্ন শহরে বসবে আইপিএলের দশম আসর। গতবার অভিষেকেই হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিংয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতে নিয়েছিলেন সেনসেশনাল এ টাইগার পেসার।
×