ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেজের হত্যা মামলা

যশোরে সর্বহারা পার্টির ৬ সদস্যেও যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

 যশোরে সর্বহারা পার্টির ৬ সদস্যেও যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলার মণিরামপুরের কুমারঘাটা গ্রামের খেজের আলী তরফদার হত্যা মামলায় সর্বহারা পার্টির ৬ সদস্যকে যাবজ্জীবন সশ্রম করাদ- ও অর্থদ- দিয়েছে আদালত। সোমবার এক রায়ে স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো কেশবপুরের কাকবাধাল গ্রামের আমজাদ আলীর ছেলে হায়দার আলী, ময়নাপুর গ্রামের মৃত সুধীর ম-লের ছেলে ডাক্তার তুষার ম-ল, আড়ুয়া গ্রামের সনাতন ওরফে সোনা মালীর ছেলে হিরামন মালী, মৃত সতীশ ম-লের ছেলে সুকৃতি ম-ল, খুলনা ডুমুরিয়া থানার ময়না গ্রামের শিব ম-লের ছেলে প্রিতিশ ম-ল, বরাতিয়া গ্রামের ফনি সরদারের ছেলে প্রশান্ত ওরফে প্রবির। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ। মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা ২০০৩ সালের ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে খেজের আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে রাস্তার ওপর কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে এ বিষয়ে নিহতের ছেলে মাসুদ রেজা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।
×