ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দূর্নীতি তদন্তে বাংলাদেশ মেডিক্যাল কলেজে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা

প্রকাশিত: ০২:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

দূর্নীতি তদন্তে বাংলাদেশ মেডিক্যাল কলেজে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মেডিক্যাল স্টাডিস এন্ড রিসার্চ ইনস্টিটিউশনের(বিএমএসআরআই) বিরুদ্ধে আনীত দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে বাংলাদেশ মেডিক্যাল কলেজে গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা গঠিত তদন্ত কমিটির সদস্যরা। সোমবার দুপুরে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) বেগম বদরুন নেছার নেতৃত্বে একটি তদন্ত দল সেখানে যান। তদন্ত দলে আরও ছিলেন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহানা ইয়াসমিন ও উপ-সচিব খান মো. নূরুল আমীন। সেই সময় তাঁরা কলেজের সংশ্লিষ্টজনের সঙ্গে সঙ্গে কথা বলেন। মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ‘বিএমএসআরআই ’ এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন কলেজে কর্মরত চিকিৎসকরা। বাংলাদেশ মেডিক্যাল স্টাডিস এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে মাসিক ভাতা গ্রহণ, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান লিজের মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাত, বেশী দামে আল্ট্রাসনোগ্রাম মেশিন ক্রয়, পেনশন ফান্ডের অব্যবস্থাপণাসহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হয়। বিষয়টি নজরে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় ‘বিএমএসআরআই’ এর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য উপরোক্ত কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করে। সুত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তদন্ত কমিটির সদস্যরা সোমবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল কলেজে যান। তারা উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন। হাসপাতাল ও ইনস্টিটিউশনে কর্মরত চিকিৎসক-কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এ বিষয়ে জানতে চাইলে, তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বেগম বদরুন নেছা জনকণ্ঠকে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এটা সরকারি নির্দেশ। তাই তিনি নির্দেশ পালন করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কথা বলা ঠিক হবে না বলে জানান বেগম বদরুন নেছা।
×