ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার মাস দশদিন পর জঙ্গি তানভীর কাদরির লাশ বেওয়ারিশ হিসেবে জুরাইনে দাফন

প্রকাশিত: ০২:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

চার মাস দশদিন পর জঙ্গি তানভীর কাদরির লাশ বেওয়ারিশ হিসেবে জুরাইনে দাফন

স্টাফ রিপোর্টার ॥ চার মাস দশদিন পর রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরির মরদেহ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে পুলিশ পাহাড়ায় তার লাশ আঞ্জুমান মুফিদুল ইসলাম তার দাফনের সম্পন্ন করেন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তানভীর কাদেরির লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার আহসানুল হক জানান, গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরে পুলিশের অভিযানে তানভীর কাদরির নিহত হয়। তার সাংগঠনিক নাম ছিল আব্দুল করিম। ওইদিন রাতেই তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আনা হয়। পরেরদিন তার লাশের ময়নাতদন্ত শেষে মর্গে হিমাগারের রাখা হয়। এতদিন তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গের হিমাগারে সংরক্ষিত ছিল। এসি আহসানুল হক আরও জানান, এতদিন নিহতের পরিবারের পক্ষ থেকে তার মরদেহ গ্রহন না করেননি। তাই তার মরদেহ দাফনের জন্য আজ সোমবার বিকেলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আঞ্জুমান মুফিদুলের ইসলামের কাছে হস্তান্তর করা হয়। আঞ্জুমানে মফিদুল ইসলামের ডিউটি অফিসার মোস্তফা কামাল জানান, সন্ধ্যার দিকে জঙ্গি তানভীর কাদেরির মরদেহ বেওয়ারিশ হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডঃ সোহেল মাহমুদ জানান, তানভীর কাদেরির মরদেহ ময়না তদন্তের পর এতোদিন হাসপাতালের মর্গে ছিল। সোমবার পুলিশ মরদেহটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।
×