ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইনডোরে নতুন ইউরোপিয়ান রেকর্ড ফারাহর

প্রকাশিত: ০৫:৩১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ইনডোরে নতুন ইউরোপিয়ান রেকর্ড ফারাহর

স্পোর্টস রিপোর্টার ॥ উন্মুক্ত ট্র্যাকে দূরপাল্লার দৌড়ে ইতোমধ্যেই বিশ্বের সেরা হয়ে গেছেন। একের পর এক রেকর্ড গড়েছেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ। এবার তিনি বার্মিংহামে চলমান গ্রাঁ প্রিঁ ইনডোর ইভেন্টেও নতুন ইউরোপিয়ান রেকর্ড গড়লেন। চারবারের দূরপাল্লার অলিম্পিক চ্যাম্পিয়ন ফারাহ ৫ হাজার মিটারের ইনডোর ফাইনালে জিতেছেন ১৩ মিনিট ৯.১৬ সেকেন্ড সময় নিয়ে। এটি ইউরোপিয়ান ইনডোর ইভেন্টের এই দূরত্বের নতুন রেকর্ড। অথচ এটিই অবসর নেয়ার আগে শেষ ইনডোর প্রতিযোগিতা ফারাহর। শেষ দৌড়েই নতুন রেকর্ড গড়লেন তিনি। আগামী আগস্টে বিশ্বচ্যাম্পিয়নশিপসে অংশ নেয়ার পর ট্র্যাক থেকে সরে দাঁড়াবেন এ ব্রিটিশ দৌড়বিদ। ফারাহ ২০১২ সালে লন্ডন এবং ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে স্বর্ণপদক জয় করেন। ৩৩ বছর বয়সী এ দৌড়বিদ ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছেন অবসরে যাওয়ার। আগামী আগস্টে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপস শেষেই বিদায় বলে দেবেন ফারাহ। এর আগেও জয় পাওয়ার ঐতিহ্যটা ধরে রেখেছেন। শেষ হয়ে যাননি একটুও ফারাহ। এবার তিনি পেছনে ফেলেছেন বাহরাইনের আলবার্ট রোপকে। জয়ের পর ফারাহ বলেন, ‘দর্শকদের কাছ থেকে আমি আজ বিস্ময়কর সমর্থন পেয়েছি। আর আমি একেবারেই বিশ্বাস করতে পারছি না যে এটাই আমার শেষ ইনডোর রেস। ইনডোরে আমার দারুণ একটা ক্যারিয়ার আছে এবং বিশেষ করে এই ট্র্যাকে।’ অথচ এডিনবার্গে গত মাসেই বিপর্যস্ত ছিলেন ফারাহ। ক্রস-কানট্রি প্রতিযোগিতায় সপ্তম স্থান নিয়ে শেষ করে সবাইকে হতাশ করেছিলেন অলিম্পিকের নায়ক। এ বিষয়ে ফারাহ বলেন, ‘এডিনবার্গের হতাশাজনক নৈপুণ্যের পর আমি জানতাম আমার কিছু কাজ করতে হবে। আমাকে পরিবার ছেড়ে থাকতে হয়েছে এবং কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু সেটা আমাকে দারুণ কিছুই দিল।’ দিনের অপর ইভেন্টগুলোর মধ্যে ৬০ মিটার হার্ডলসে ব্রিটিশ হার্ডলার এ্যান্ড্রু পোজ্জি ব্যক্তিগত সেরা এবং চলতি মৌসুমের ওয়ার্ল্ড লিডিং টাইমিং করে জয় তুলে নিয়েছেন। তিনি ৭.৪৩ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন। কিন্তু একই ইভেন্টে ১১০ মিটারের বিশ্বরেকর্ডধারী হার্ডলার এ্যারিস মেরিট করেছেন হতাশ। তিনি এ ইভেন্টে হয়েছেন তৃতীয়। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার এ্যালেইন থম্পসন ইনডোর ইভেন্টেও গতির ঝড় তুলেছেন। তিনি ৬০ মিটার মহিলাদের দৌড়ে ৬.৯৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। এটি ইনডোরের ইতিহাসে অষ্টম সেরা টাইমিং। মেয়েদের ১০০০ মিটার দৌড়ে ব্রিটেনের লরা মুইর অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করেছেন।
×