ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টি করে লাভ হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নির্বাচন নিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টি করে লাভ হবে না ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের ফর্মুলা দিয়ে লাভ হবে না। সংবিধান অনুয়ায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেভাবে চাইবেন নির্বাচনকালীন সরকার সেভাবেই হবে। রবিবার রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গণ আজাদী লীগের সভাপতি এসকে শিকদারের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ রায়, গণ আজাদী লীগের উপদেষ্টা সৈয়দ শামসুল আলম হাসু, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ডাঃ অসিত বরণ রায় প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, বাঙালীকে দমনের জন্য বারবার চক্রান্ত হয়েছে কিন্তু চক্রান্তকারীরাই পরাজিত হয়েছে। বাংলাদেশ এখন একটি সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাচ্ছে। গোটা বিশ্বই এখন মর্যাদা ও সম্মান দেয়। বাংলাদেশ গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে। গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। কিন্তু আগামী নির্বাচন সংবিধানে যেভাবে লেখা আছে সেভাবেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধান উপেক্ষা করার ক্ষমতা আমার আপনার কারও নেই। এমনকি প্রধানমন্ত্রীরও নেই। তাই নির্বাচন দিয়ে কোন ফর্মুলা দিয়ে অহেতুক ধূম্রজাল সৃষ্টি করে কোন লাভ হবে না। তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় আগামী দুই বছর পর এ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। কমিশন কাজও শুরু করেছে। বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এমন আশাবাদ ব্যক্ত করে ১৪ দলের এই কেন্দ্রীয় মুখপাত্র বলেন, যে যাই বলুক, যে যত কথা বলুক- বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। কারণ বর্তমান নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
×