ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ০৮:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এলজিআরডি মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি। কুড়িগ্রাম সার্কিট হাউস থেকে ফুলবাড়ীর দাসিয়াছড়ায় একটি প্রকল্প পরিদর্শনের জন্য ফুলবাড়ী আসার পথে মন্ত্রীর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে মন্ত্রীর গাড়িটির সামনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বহরে থাকা এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। শনিবার বেলা ২টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এগারো মাথা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার কারণে মন্ত্রীর পূর্বঘোষিত অনুষ্ঠানস্থলে পৌঁছতে বিলম্ব হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এলজিআরডি মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জনকণ্ঠকে বলেন, দুর্ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। সবাই অক্ষত রয়েছেন। মন্ত্রী তার গাড়ি দিয়েই চলাচল করছেন। জানা গেছে, মন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আকস্মিক ব্রেক কষলে ৫টি গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। প্রোটোকলে দ্বিতীয় স্থানে থাকা মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের গাড়িও ব্রেক কষলে সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষে মন্ত্রীর গাড়ির বাম্পার ভেঙ্গে যায় এবং সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রধান প্রকৌশলীর গাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে তার গাড়িটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে অন্য গাড়িতে করে প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী অনুষ্ঠানস্থলে যোগ দেন।
×