ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ মার্কা নির্বাচন জনগণ মানবে না ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগ মার্কা নির্বাচন জনগণ মানবে না ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ ফেব্রুয়ারি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড হয় তাহলেই নির্বাচন হবে, নইলে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি ও দেশনেত্রী খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন তো আপনারা নিয়ে গেছেন। কিন্তু আওয়ামী লীগ মার্কা নির্বাচন জনগণ মানবে না। জনগণের পছন্দের নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করতে হবে। কিছু দিনের মধ্যেই আমরা তার রূপরেখা দেব। শনিবার ভোলার চরনোয়াবাদ ইসলামিক কমপ্লেক্স মাঠে দীর্ঘ আট বছর পর জেলা বিএনপির ত্রিবাষিক সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে বিকেলে শেষ হয়। সম্মেলনে ভোলার সাত উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। সম্মেলনের প্রথমপর্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান, শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক হারুন-অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, হাসান তৌফিক রিহিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, সম্পাদক মফিজুল ইসলাম, মহিলা দলের আহ্বায়ক সাজেদা আক্তার, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, বিএনপি নেতা আনোয়ার ভূঁইয়া, সাবেক যুবদল সভাপিত ইয়ারুল আলম লিটন জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, পীযূস কান্তি হালদার, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন প্রমুখ। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। আদালতে খালেদা জিয়াকে নাজেহাল করা হয়। তার সঙ্গে যে ব্যবহার করা হয়, কল্পনাও করা যায় না। দেশে কোন আইনের শাসন নেই, সঠিক বিচার নেই। সবই নিয়ন্ত্রণ করা হয়। মিডিয়াও নিয়ন্ত্রণ করা হয়। মিডিয়ার মালিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে। বিএনপির মহাসচিব আরও বলেন, এ সরকার মামলাবাজ সরকার। জনগণের ভোটে জিততে না পেরে রাজনৈতিকভাবে দেউলিয়া। বিকেলে সম্মেলন শেষ হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
×