ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ভাংচুর

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সিলেটে আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ শনিবার প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যারের পর বিকেল ৩টায় উপশহর এলাকায় সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও ভাংচুর করেছে পরিবহন শ্রমিকরা। এই ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ বিক্ষোভ করেছে। হামলার ঘটনাকে কেন্দ্র করে বিকেল সাড়ে ৩টায় উপশহরে মাইক্রোবাস সমিতির কার্যালয় ও বিকেল সাড়ে ৪টায় নগরীর টিলাগড় গোপালটিলা এলাকায় ট্রাক শ্রমিক নেতা আবু সরকারের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলার ঘটনা নিয়ে নগরীতে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ কর্তৃক মাদকসহ আটক দুই শ্রমিককে ছাড়িয়ে আনার সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনার জের ধরে জেলা মাইক্রোবাস শ্রমিকরা গভীর রাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে। শনিবার এনিয়ে প্রশাসনের সঙ্গে মাইক্রোবাস শ্রমিকদের বৈঠকে সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। এই বৈঠকে সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শনিবার বেলা পৌনে ৩টায় বিশ্বনাথ তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে উপশহরের বেঙ্গল পেট্রোল পাম্পের সামনে তার গাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে ভাংচুর চালায় শ্রমিকরা।
×