ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সড়কের কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে সড়কের কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাজারঘাটা ও রোমালিয়ারছড়ায় প্রধান সড়ক উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সওজ বিভাগের অধীনে তিনটি ভাঙ্গা সড়ক নির্মাণের জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য কাজে সরকারী সিডিউল মানা হচ্ছে না বলে জানা গেছে। রাস্তার একপার্শ্বে কাজ শেষ হওয়ার পর অন্য পার্শ্বে আরম্ভ করার নিয়ম থাকলেও ঠিকাদারিপ্রতিষ্ঠান কাজের নামে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় অন্তত দুই মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। অথচ এক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেয়া রয়েছে সিডিউলে। শহরে যাতায়াতের জন্য রয়েছে মাত্র একটি রাস্তা। ঠিকাদারিপ্রতিষ্ঠান সেটি বন্ধ করে দেয়ার কারণে জরুরী মুহূর্তে রোগীদের হাসপাতালে পৌঁছাতে পারছে না স্বজনরা। অভিযোগে জানা যায়, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ শহরের প্রধান সড়কে তিনটি ভাঙ্গা স্থান নির্মাণের জন্য ইতোপূর্বে টেন্ডার আহ্বান করে। এতে বহু ঠিকাদার অংশগ্রহণ করলেও সওজের কতিপয় দুর্নীতিপরায়ণ কর্মকর্তা শুরুতেই একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার পাঁয়তারা করে। শতকরা ১০ ভাগ নিম্ন দরে কাজ প্রদানের নিয়ম থাকলেও সেখানে হাসান এন্টারপ্র্ইাজ নামের ঠিকাদারিপ্রতিষ্ঠানকে ১৬ ভাগ নিম্ন দরে কাজের দায়িত্ব দেয়া হয়েছে। সওজ কক্সবাজার কার্যালয়ের কতিপয় কর্মকর্তার দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে এমনটি ঘটেছে। এতে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। চলালের রাস্তা বন্ধ করার ব্যাপারে আমার করার কিছুই নেই দাবি করে উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান বলেন, সকালে ঢালাই শুরু করে দিয়ে আমি চলে এলেও সেখানে সওজের লোক আছে।
×