ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬২ কুমির ছানা উধাও ঘটনায় তদন্ত দাবি

প্রকাশিত: ০৪:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

৬২ কুমির ছানা উধাও ঘটনায় তদন্ত দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্র থেকে ৬২ কুমির ছানা উধাওয়ের ঘটনার অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন, দোষীদের বিচার ও শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনউদ্যোগ, খুলনা এই কর্মসূচী আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক এ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আফম মহসীন, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী এ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু, মফিদুল ইসলাম, জাতীয় পার্টির শাহ লায়েকইল্লাহ প্রমুখ।
×