ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বই পড়ে পুরস্কৃত হলো হাজারো শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে বই পড়ে পুরস্কৃত হলো হাজারো শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বছরজুড়ে বই পড়ার মাধ্যমে নিজের উৎকর্ষতার পরিচয় দেয়ার জন্য রাজশাহী মহানগরীর ৩৪টি স্কুলের এক হাজার ৮২ শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। শুক্রবার নগরীর রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে তাদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেয়া হয়। এ সময় পুরস্কার হিসেবে বই পেয়ে তারা আনন্দে মেতে উঠে। সকাল সাড়ে ৮টায় অতিথিদের সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন উপসচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মোঃ মাসুদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাবেক সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত সচিব ও রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফউদ্দিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান সরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অলক মৈত্র। থ্রিহুইলার গাড়ি ভাঙ্গার অভিযোগে যুবককে হাতুড়ি পেটা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ ফেব্রুয়ারি ॥ বরগুনার আমতলী উপজেলার মধ্য তারিকাটা কালভার্ট থেকে সাফায়াত উল্লাহ (২৬) নামের এক যুবককে থ্রিহুইলারের শ্রমিকরা ধরে তুলে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে ও মুখ ম-ল থেঁতলে দিয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে। আহত যুবককে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে কলাপাড়া উপজেলার চাকামুইয়া গ্রামের শানু গাজীর ছেলে সাফায়াত উল্লাহ আমতলীর মধ্য তারিকাটা গ্রামের নানা বাড়ি মোসলেম হাওলাদার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারিকাটা কালভার্টের কাছে পৌঁছলে দুটি থ্রিহুইলার গাড়িতে করে ১৯-২০ জন শ্রমিকরা এসে তাকে তুলে নিয়ে যায়। পরে দক্ষিণ-পশ্চিম আমতলী সড়কের পাশে নামিয়ে তাকে (সাফায়াত উল্লাহ) থ্রিহুইলার ভাংচুরের অভিযোগ এনে হাতুড়ি, লোহার রড দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে হাত-পা ও মুখম-ল থেঁতলে কলাগাছের বাগানে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা সঙ্কটজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সাফায়াত উল্লাহ’র ভাই মিরন জানান, ওসমান মৃধা, কাওসার, মিলন, কবির ও কডা বারেকসহ ১৯-২০ জন শ্রমিকরা থ্রিহুইলার ভাঙ্গার অভিযোগ এনে নির্দয়ভাবে আমার ভাইকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার গৌরাঙ্গ হাজরা জানান গুরুতর আহত সাফায়াত উল্লাহ’র ডান পা, বাম পা, বাম বাহু পিটিয়ে ভেঙ্গে এবং মুখম-ল থেঁতলে দিয়েছে। তাকে সঙ্কটজনক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
×