ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শতভাগ শহীদ মিনার নির্মাণ

প্রকাশিত: ০৬:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

শতভাগ শহীদ মিনার নির্মাণ

সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৭ ফেব্রুয়ারি ॥ পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ইউনিয়ন পর্যায়ের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নির্মাণকাজ শেষ হয়েছে। এমনকি দুর্গম চরাঞ্চলেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার তৈরি হয়েছে। ফলে এ বছর একুশে ফেব্রুয়ারিরতে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারেই ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। মাত্র এক বছর আগেও এর চিত্র ছিল স¤পূর্ণ বিপরীত। ইউনিয়ন পর্যায়ে তো বটেই পৌর এলাকার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই ছিল না কোন শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতো শিক্ষার্থীরা। তাছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশ, কাঠ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করা হতো।
×