ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার মধ্যে দুইজনের জামিন, কারাগারে ১

প্রকাশিত: ০৪:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তার মধ্যে দুইজনের জামিন, কারাগারে ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তিন আসামির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। অপর কর্মকর্তার জামিন আবেদন আদালতে নামঞ্জুর হয়। জামিনপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক শেখ মোঃ মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার জানান, বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে ওই তিন আসামির জামিনের জন্য তাদের পক্ষের আইনজীবীরা আবেদন করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এনামুল হক ওই আদেশ দেয়। সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থাকায় ওই দুই কর্মকর্তাকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর ও অপর কর্মকর্তা শেখ মোঃ মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। এছাড়া তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলায় শ্যেন এরেস্টের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী ওই আদালতে আবেদন করেন। পরে আদালত তা শুনানির জন্য ২৮ মার্চ তারিখ ধার্য করেন। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে দুদক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই তিন কর্মকর্তাকে গ্রেফতার করে। ইলের জন্মদিনে গণনৃত্য বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে কিম জং ইলের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গণনৃত্যে অংশ নেয় তরুণ-তরুণীরা। দেশটি ইলের জন্মদিন ১৬ ফেব্রুয়ারিকে ‘ডে অব শাইনিং স্টার’ হিসেবে পালন করে। তবে কবে ও কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন তা নিয়ে মতভেদ আছে। -এএফপি ডিম পেড়ে ঘরে ফেরা অলিভ রিড্লে কচ্ছপেরা ভারতের উড়িষ্যা রাজ্যের রুশিকুল্যা সমুদ্রসৈকতে বালুতে ডিম পেড়ে বৃহস্পতিবার ভোরে সাগরে ফিরছে। গত কয়েকদিনে বঙ্গোপসাগর থেকে হাজার হাজার অলিভ রিড্লে কচ্ছপ সৈকতে ডিম পাড়তে তীরে আসে। - এএফপি
×