ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলপড়ুয়া শিশুসহ দু’জন নিহত হয়েছে। কামরাঙ্গীরচরে এক দর্জির রহস্যজনক মৃত্যু হয়েছে। মোহাম্মপুরে ছিনতাইকারীরা এক তরুণ ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ বাজার এলাকায় একটি মোটরসাইকেল রামিম নামে ওই শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির স্বজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠে। এদিকে বুধবার গভীর রাতে মতিঝিলে লেগুনার ধাক্কায় অজ্ঞাত (১৬) এক তরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী পার্থ প্রতিম বিশ্বাস জানান, বুধবার গভীর রাতে আরামবাগ খলিল গার্মেন্টসের গলি দিয়ে যাচ্ছিলেন ওই তরুণ। এ সময় খিলগাঁওগামী যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে লাল রঙের টি-শার্ট ও ফুলপ্যান্ট ছিল । আত্মহত্যা ॥ কামরাঙ্গীরচরের খলিফাঘাট এলাকায় একটি বাড়িতে রাসেল (২২) নামে এক দর্জির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে পুলিশ ওই বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত রাসেল একটি টেইলারে কাজ করত। তার বাবার নাম সি্িদ্দক। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। কামরাঙ্গীরচর থানার (ওসি) শাহিন ফকির জানান, তার মৃত্যুর ঘটনা সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত করে দেখা হ্েচ্ছ। ছিনতাই ॥ রাজধানীর মোহাম্মপুরে রাজন নামে এক তরুণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় বুধবার গভীর রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বন্ধু দিপু জানান, বুধবার গভীর রাতে রাজন শেরশাহ রোডের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শাহজাহান রোডের পপুলার বিস্কুট ফ্যাক্টরির গলিতে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা গুলি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
×