ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কথা রাখলেন বাউচার্ড

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

কথা রাখলেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ কথা রাখলেন ইউজেনি বাউচার্ড। ভক্তের সঙ্গে ডেটিং করলেন কানাডিয়ান টেনিসের প্রতিভাবান এই তারকা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে খেলাচ্ছলে এক পুরুষ ভক্তের সঙ্গে বাজি ধরেছিলেন বাউচার্ড। বাজিতে হেরে যে তার এই অবস্থা হবে তা কে জানত। টুইটারে বাজি ধরতে এখন থেকে বোধহয় দুইবার ভাববেন তিনি। আর বাজি ধরলেও রাগবি সুপারস্টার টম ব্র্যাডিকে নিয়ে তো কখনই নয়। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে এনএফএল ফাইনালে আটলান্টা ফ্যালকনের কাছে হার এক রকম নিশ্চিত ছিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টের। সে সময়ই টুইট করেন বাউচার্ড। তখনই কানাডিয়ান তারকাকে চ্যালেঞ্জ করে পাল্টা টুইট করেন রাগবি ফ্যান। শেষ পর্যন্ত বাজিতে হেরে টুইটেই জানিয়েছিলেন, ‘হ্যাঁ! আমি ডেটে যাব। কথা দিলে আমি তা রাখতেও জানি।’ ২০ বছরের সেই ভক্তের সঙ্গে ডেট করেছেন বাউচার্ড। টুইটারেই নিশ্চিত করেছেন তা। ভক্তের সঙ্গে কিছু ছবিও পোস্ট করেছেন তিনি। কানাডিয়ান টেনিস তারকা ২০১৪ সালে টেনিস কোর্টে আলো ছড়ান। এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে দমে যেতে নারাজ তিনি। স্বরূপে ফিরতে সবধরনের চেষ্টাই করে যাচ্ছেন ইউজেনি বাউচার্ড। জিয়া যুগ্মভাবে শীর্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রেটিং দাবা স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে সাত দাবাড়ু ৪ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন : শেখ রাসেল মেমোররিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, তিতাস ক্লাবের সোহেল চৌধুরী, ইসফট এরিনার সিদ্দিকুর রহমান, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের আব্দুল মোমিন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের নয়ন কুমার মোহন্ত ও শেখ রাসেল চেস ক্লাবের জামাল উদ্দিন। বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া গিয়াসউদ্দিন মিঠুকে, ইমন হাদিউজ্জামানকে, সোহেল নাসিম হোসেন ভুঁইয়াকে, সিদ্দিক ফিরোজ আহমেদকে, জামাল মোঃ মানিককে, নয়ন ফয়সাল হোসেনকে, মোমিন ফয়সাল হোসেন বাপ্পীকে, শাওন যদুনাথ বিশ^াসকে ও বকুল শেখ আব্দুল মোত্তালিবকে হারান। ফাহাদ শাহনেয়াজ মোঃ ফারুকের বিরুদ্ধে ওয়াকওভার পান। ভারতের নিখিল মাগিজনান শরীয়তউল্লার সঙ্গে এবং আনিসুজ্জামান মল্লিক বদরুল আলমের সঙ্গে ড্র করেন। মিসবাহর ওপরই সিদ্ধান্তের ভার স্পোর্টস রিপোর্টার ॥ বয়স ৪২ পেরিয়ে, মিসবাহ-উল হক কবে অবসরে যাচ্ছেন, পাকিস্তান ক্রিকেটে এটাই এখন আলোচিত বিষয়। তবে দেশটির বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, অবসর না নিলে মিসবাহই টেস্ট দলের অধিনায়ক থাকবেন। তিনি বলেন, ‘যতদিন সে খেলা চালিয়ে যাবে ততদিন মিসবাহই পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক থাকবে, সে বিচক্ষণ ও পরীক্ষিত একজন নেতা।’ তিনি আরও যোগ করেন ‘কিছুদিন আগেই দুবাইয়ে মিসবাহর সঙ্গে দেখা হয়েছে এবং ওর সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে ভাবতে ১০ থেকে ১৫ দিন সময় চেয়েছে সে। আমরা মনে করি, সব চিন্তা-ভাবনা করেই সে অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা তার ওপর কোন চাপ দিচ্ছি না। সে যদি খেলে যেতে চায়, তবে অধিনায়কের ভূমিকাতেই থাকবে।’ বর্তমানে ৪২ বছর পেরনো মিসবাহ ২০০৮ সালে ওয়ানডে ও ২০১০ সালে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নিয়ে সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়েন। তবে এখনও পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আছেন মিসবাহ। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ হবার পর মিসবাহর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি বয়স ও অবসর নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন শাহরিয়ার। আস্থা রেখে মিসবাহর প্রশংসাও করেন তিনি। ৫৩ টেস্টে অধিনায়কত্ব করে ২৪টি জয়, ১৮টি হার ও ১১টি ম্যাচ ড্র করেছেন মিসবাহ।
×