ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার সঙ্গে যোগাযোগ নেই নিউয়েরের

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

গার্ডিওলার সঙ্গে যোগাযোগ নেই নিউয়েরের

স্পোর্টস রিপোর্টার ॥ গত অর্ধযুগ ধরেই জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যানুয়েল নিউয়ের। ব্রাজিল বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। জার্মান বুন্দেসলিগায় রাজত্ব করা বর্তমান ক্লাব বেয়ার্ন মিউনিখের গোলপোস্টের নীচেও অতন্দ্র প্রহরী নিউয়ের। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে তার সাবেক কোচ পেপ গার্ডিওলার সঙ্গে নাকি সম্পর্ক গড়ে তুলেছেন নিউয়ের। শুধু তাই নয়, ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ক্লদিও ব্র্যাভোর সঙ্গীও হতে পারেন তিনি। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। গত বছরের এপ্রিলে বেয়ার্ন মিউনিখের সঙ্গে নতুন করে চুক্তিস্বাক্ষর করা ম্যানুয়েল নিউয়ের সাফ জানিয়ে দেন, ‘তার (পেপে) সঙ্গে আমার কোন ধরনের যোগাযোগ নেই এবং আমি এখানেই খুব সন্তুষ্ট। তবে এটা খুবই সম্মানের বিষয় যে আমাকে নিয়ে গুঞ্জন ওঠেছে এবং সে ব্যাপারে আমি কথাও বলছি। কিন্তু এখনও পেপের কাছে আমার ফোন নাম্বার রয়েছে কিন্তু তিনি আমাকে ফোন করেননি। আসলে সবকিছুই ঠিক আছে।’ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় দারুণ সাফল্য উপহার দিয়ে বেয়ার্ন মিউনিখে নতুন করে ঠিকানা গড়েছিলেন পেপ গার্ডিওলা। সেখানেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন এই স্প্যানিশ কোচ। নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শুরুটাও দারুণভাবেই করেন তিনি। যদিওবা মাঝে কিছুটা বাজে সময় পার করতে হয় তাকে। তবে ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে ম্যানচেস্টার সিটি এখন দুর্দান্ত খেলছে। সাঁতার ফেডারেশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিজ। আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম বি সাইফ, সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফ সাবেক সাধারণ সম্পাদক রফিজের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
×