ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইনজুরি কাটিয়ে বিসিএল দিয়ে আবার ফিরছেন ক্রিকেটে

শ্রীলঙ্কা সফরে সাফল্য প্রত্যাশা ইমরুলের

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কা সফরে সাফল্য প্রত্যাশা ইমরুলের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচটা খেলা হয়নি। দু’দিনের প্রস্তুতি ম্যাচেই আবার ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছে ওপেনার ইমরুল কায়েসকে। হায়দরাবাদ টেস্টে খেলতে না পারাটাকে চরম দুর্ভাগ্য বলে মনে করছেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে আবার অনুশীলনে ফিরেছেন। গত দু’দিন ব্যাটিং ও রানিং করেছেন। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চারদিনের ম্যাচ দিয়ে শনিবার ক্রিকেটে ফিরবেন আবার। উদ্দেশ্য অবশ্যই আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য নিজের ফিটনেস প্রমাণ করা। ইমরুল জানিয়েছেন নিউজিল্যান্ড ও ভারত সফরে দল হারলেও ব্যাটিং-বোলিং ভাল করেছেন ক্রিকেটাররা। আর সেটা ধরে রাখতে পারলে লঙ্কান মাটিতে দুয়েকটা জয় পাওয়া সম্ভব বলেই দাবি করেন এ ওপেনার। নিউজিল্যান্ড সফরে ইনজুরি ছোবল হেনেছিল বাংলাদেশের ক্রিকেটারদের ওপর। এর মধ্যে ইমরুলও বাদ পড়েননি। ওয়ানডে সিরিজে হাঁটুতে ব্যথা পেলেও সেরে উঠেছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি উরুর সমস্যায় পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে ঝুঁকি নিলে আবার ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ইমরুল কিংবা বিসিবি সেটা আমলে না নিয়ে ভারতের বিরুদ্ধে খেলার জন্য ইমরুলকে দলের সঙ্গে পাঠিয়েছিল। প্রস্তুতি ম্যাচেই আবার পুরনো ইনজুরি ফিরে আসে। ফলে টেস্ট না খেলেই ভারত ত্যাগ করতে হয়েছে এ বাঁহাতি ওপেনারকে। এ বিষয়ে ইমরুল বলেন, ‘আমি ভারত থেকে আসার পর রিহ্যাব করেছি এবং গত দুইদিন যাবত ব্যাটিং ও রানিং করছি। রানিং ও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না. আমি অনেক ভাল অনুভব করছি। বিসিএলের ১৮ তারিখের ম্যাচটি আমি খেলব।’ মূলত জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফর মাথায় রেখেই ইমরুল ফিরে আসতে চাইছেন। এ বিষয়ে ইমরুল বলেন, ‘অবশ্যই। আসলে অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি। খেললে নিজের কাছেই নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়। ম্যাচে কতটুকু ফিট হতে পেরেছি সেটা আমি নিজেই জানতে পারব।’ নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট এবং ভারতের মাটিতে একমাত্র টেস্ট খেলা হয়নি। এ বিষয়ে আফসোস ইমরুলের, ‘প্রতিটি খেলোয়াড়ই চায় শতভাগ ফিট থাকতে। তারপরও ইনজুরি বড় একটা ইস্যু হয়ে যায়। এটা আমার দুর্ভাগ্য যে শেষ দুটো টেস্ট ম্যাচ মিস করেছি। ভারতের সাথে টেস্ট মিস করা দুর্ভাগ্যই বলব।’ খেলোয়াড়ের জীবনে উত্থান-পতন থাকবেই। আর সেটাকে মেনে নিয়েই এখন সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ইমরুলের। তিনি বলেন, ‘ প্রতিটি সিরিজিই আমার বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভাল খেলতে না পারলে দলে থাকা যায় না। তবে উত্থান-পতন থাকবে এটাই স্বাভাবিক।’ দল সাম্প্রতিক দুই সফরে কোন জয় পায়নি। শ্রীলঙ্কা সফরে কি হতে পারে? এ বিষয়ে ইমরুল বলেন, ‘আমরা নিউজিল্যান্ড সিরিজে কিন্তু খারাপ খেলিনি। ভাল খেলেছি কিন্তু ফলাফল আমাদের পক্ষে আসেনি। ভারতেও আমরা টেস্ট খেলেছি, সবাই ভাল ব্যাটিং, বোলিং করেছে। আমার মনে এই জিনিসগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেশের বাইরেও আমরা জয় পাব। যে কোন দলের সাথেই জিততে পারব। আমরা এই মুহূর্তে টেস্ট ক্রিকেটটা ভাল খেলছি। এরআগে বাইরে এত ভাল হয়তোবা খেলিনি। ওই দুই দেশে যেভাবে আমরা টেস্ট ক্রিকেট খেলেছি পুরো শ্রীলঙ্কা সিরিজে ওইভাবে খেলতে পারলে আমার মনে হয় আমরা বেশ কয়েকটা জয় পাব।’
×