ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাই, রুমানাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত

বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই আজ

প্রকাশিত: ০৪:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই আজ

স্পোর্টস রির্পোটার ॥ একটি স্বপ্নের দরজায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দরজাটার চৌকাঠ পেরোতে পারলেই এ বছর জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মহিলা বিশ্বকাপ খেলার টিকেট পেয়ে যাবে রুমানা আহমেদের দল। তবে সেটা পেরোন এখন দুরূহ ব্যাপার হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের জন্য। আয়ারল্যান্ড মহিলা দলকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার সিক্স দুর্দান্তভাবে শুরু হয়েছে। কিন্তু আজ ভারত মহিলা দলের বিরুদ্ধে আরেকটি পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য। ম্যাচটি কলম্বোর নন্দেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে রুমানারা। সেরা চারটি দল যাবে সেমিফাইনালে। আর সেমিতে উঠতে পারলেই আগামী ২৪ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ ও আয়ারল্যান্ড কোন বোনাস পয়েন্ট অর্জন করতে পারেনি। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট করে এবং পাকিস্তান ও শ্রীলঙ্কা ২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে সুপার সিক্সে। এ কারণে এখন সুবিধাজনক অবস্থানে আছে এ চারটি দল। ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়ার মাধ্যমে এখন ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সে কারণে সেমিতে প্রায় এক পা দিয়েই ফেলেছে ভারতের মেয়েরা। প্রোটিয়া মেয়েরা দুই নম্বরে আছে ৪ পয়েন্ট নিয়ে। পাক মেয়েদের হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে শ্রীলঙ্কা। ২ পয়েন্ট করে থাকলেও পাক মেয়েরা রানরেটে এগিয়ে থাকায় চার নম্বরে। তাদের আজ দুর্বলতর দল আইরিশ মেয়েদের সঙ্গে খেলা। জিতে গেলেই ৪ পয়েন্ট নিয়ে ব্যবধানটা পয়েন্টেরও হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে। এ কারণে আজ ভারতীয় মেয়েদের বিরুদ্ধে জয়ের কোন বিকল্প নেই রুমানাদের। কিন্তু এখন পর্যন্ত বাছাইপর্বের খেলাগুলো থেকে স্পষ্ট হয়ে গেছে সবচেয়ে শক্তিধর দল ভারত। যাদের বিরুদ্ধে এর আগে কখনও বাংলাদেশের মেয়েরা জিততে পারেনি ময়দানী লড়াইয়ে। ভারতের কাছে হেরে গেলেও একেবারে শেষ আশা হিসেবে সর্বশেষ ম্যাচটা থাকবে রুমানাদের। সেই ম্যাচে উজ্জীবিত লঙ্কানদের বিরুদ্ধে খেলতে হবে। তবে ইতোমধ্যে রানরেট অনেক কম থাকায় বেকায়দায় আছে বাংলাদেশ। ভারতের কাছে হেরে গেলে রানরেটে আরও পিছিয়ে পড়বে দল। সেক্ষেত্রে শেষ ম্যাচে লঙ্কান মেয়েদের বিশাল ব্যবধানে হারাতে হবে সেমিতে ওঠার জন্য। এরপরও রানরেটের হিসেবটা চলে আসবে। পাক ও লঙ্কান মেয়েদের সঙ্গেই আপাতত সব সমীকরণ বাংলাদেশের। লঙ্কানরা আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলে তাদের শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। তবে প্রোটিয়ারা জিতে গেলে সেমি প্রায় নিশ্চিত করে ফেলবে। আর পাক মেয়েরা আজ জিতে গেলে তখন লঙ্কানদের কাতারে উঠে আসবে তারা। কিন্তু শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ও ফর্মের তুঙ্গে থাকা ভারতের বিরুদ্ধে খেলতে হবে তাদের। এ কারণে সব সমীকরণ তাই সুপার সিক্সের শেষ দিনেই সমাধা হবে। আপাতত ভারতের মেয়েদের সঙ্গে ভাল একটা নৈপুণ্য দেখানো জরুরী। সেক্ষেত্রে সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেলেও ভাল সম্ভাবনা থাকবে রুমানাদেরও শেষ চারে ওঠার।
×