ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোল বল বিশ্বকাপ শুক্রবার ঢাকায় শুরু

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রোল বল বিশ্বকাপ শুক্রবার ঢাকায় শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হচ্ছে রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর। আগামী ২৩ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশসহ ৪০ দেশ অংশ নিচ্ছে, যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এরআগে এত সংখ্যক দেশের অংশগ্রহণে কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি বাংলাদেশে। পুরুষ ও মহিলা দল মিলিয়ে প্রায় ৬০০ খেলোয়াড় এ আসরে অংশ নিচ্ছে। এরমধ্যে মহিলা দল রয়েছে ২৭টি ও পুরুষ দল ৩৯টি। একমাত্র সেøাভানিয়াই কেবল মহিলা বিভাগে অংশ নিচ্ছে। বাকি সবগুলো দেশেরই পুরুষ ও মহিলা দল রয়েছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে এশিয়ার ১৭, আফ্রিকার ১১, ইউরোপের ৮, দক্ষিণ আমেরিকার ৩ ও অস্ট্রেলিয়ার একটি দেশ অংশ নিচ্ছে। এরআগে ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম আসরে ডেনমার্ক, ২০১৩ সালে কেনিয়ায় দ্বিতীয় আসরে ভারত এবং ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত তৃতীয় আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ পুরুষ বিভাগে এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। আর মহিলা দলের এটি দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ। ২০১৫ সালে সর্বশেষ ভারতের পুনেতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ ৩৪ দেশের মধ্যে সপ্তম স্থান লাভ করে, যা এ পর্যন্ত তাদের সেরা সাফল্য। বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে বুধবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আখতারউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব অশোক কুমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রবীন্দ্র কপিল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান প্রমুখ।পুরুষ বিভাগে ৪০ দল ৮ পুলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার, ভুটান, ফিজি ও হংকং। মহিলা বিভাগে ২৭ দল ৮ পুলে বিভক্ত হয়ে খেলবে। এখানে পুল-ডি’তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ফিলিপিন্স। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়াও পল্টনের এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরআগে বাংলাদেশে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছিল রোলার স্কেটিং ফেডারেশন। ২০১৩ সালে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত ও নেপাল। এছাড়া ২০১৪ সালের আগস্টে এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপের সফল আয়োজক ছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রস্তুতি দেড় মাসের। এই সময়ে ভারত ও নেপালের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের স্কেটাররা। ভারতের সঙ্গে বাংলাদেশ পুরুষ দল ৬-৫ গোলে জেতে। এছাড়া নেপালের বিরুদ্ধে দুটি ম্যাচের ফল ছিল ৬-৬ গোলে ড্র ও ৮-২ গোলে জয়। ১১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কমপ্লেক্সটিতে ভবিষ্যতে শুধু রোল বল নয়, বিভিন্ন খেলাও আয়োজিত হবে। একইসঙ্গে খেলোয়াড়দের আবাসন নিয়েও ভবিষ্যতে আর কোন ফেডারেশনকে চিন্তা করতে হবে না। রোল বল বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়দের আবাসন সমস্যা সমাধানে মিরপুর ক্রীড়া পল্লী, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, জাতীয় শূটিং কমপ্লেক্স, জাতীয় সাঁতার কমপ্লেক্স ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আবাসন ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। অবকাঠামোগত উন্নতিতে সবমিলিয়ে ২২ কোটি ২৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয় করা হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে : বাংলাদেশ, ভারত, আইভরিকোস্ট, সিয়েরালিওন, ওমান, ইংল্যান্ড, উগান্ডা, মিসর, ইরান, আর্জেন্টিনা, তানজানিয়া, লাটভিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রুয়ান্ডা, গিনি, মিয়ানমার, ভুটান, ফিজি, হংকং, ফ্রান্স, চীন, বেনিন, নেপাল, থাইল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, সেনেগাল, বেলারুশ, তুরস্ক, সৌদি আরব, উরুগুয়ে, হল্যান্ড, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, জাম্বিয়া, সেøাভানিয়া ও ফিলিপাইন।
×