ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভালবাসা পেতে...

প্রকাশিত: ০৫:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

ভালবাসা পেতে...

১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভ্যালেন্টাইন ডে বা ভালবাসা দিবস। প্রেমিক-প্রেমিকারা নানাভাবে এই বিশেষ দিনটি পালন করেছে। তবে ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ে দিনটি পালিত হলো একেবারেই আলাদাভাবে। এই ভার্সিটির ক্যাম্পাসে রয়েছে একটি পুরাতন বাবলা গাছ। এই গাছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ভার্জিন-ট্রি নামে পরিচিত। এখানে যুগলদের পাশাপাশি সিঙ্গেলরাও আসে। খবরে বলা হয়েছে, এসব সিঙ্গেল তরুণ-তরুণীর আশা; এখানে এলে তাদের প্রেম হবেই। এ কথার সত্যতাও প্রমাণিত। অনেক ছেলে-মেয়ে নাকি এখানে আসার ৬ মাসের মধ্যে প্রেমে পড়েছে। এখানে ভালবাসা দিবস পালনের অবশ্য আলাদা ধাঁচ রয়েছে। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে কপোত-কপোতিরা নানা রঙের বেলুন দিয়ে গাছটি সাজিয়ে তোলে। অনেক বেলুনে পানি ভরে ফুলিয়ে নেয়। এই বেলুনও বেঁধে দেয়া হয় গাছের ডালে ডালে। এর পর বলিউডের জনপ্রিয় একজন নায়িকার ছবি সেঁটে দেয়া হয়। পরে এই ছবিতে পূজা দেয়া হয়। এই পূজাকে বলা হয় দমদমি মাঈ। এই পূজার সাহায্যে নাকি ভালবাসার দম বা শক্তি পাওয়া যায়। এর আগে সানি লিওন, প্রিয়াংকা চোপড়া, নার্গিস ফাকরি ও দীপিকা পাড়ুকনের ছবি টাঙিয়ে তাতে পূজা দেয় প্রেম প্রার্থিরা। এবার নতুন অভিনেত্রী দিশা পাটনির ছবি টাঙানো হয়।-ইন্ডিয়া টুডে অবলম্বনে
×