ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে স্ত্রী হত্যাকারী স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সৈয়দপুরে স্ত্রী হত্যাকারী স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ যৌতুকের দাবিতে স্ত্রী আশা রানীকে (৩০) হত্যাকারী স্বামী রাকেশ সিংহানিয়া বাবলীর (৪০) ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ ডাঃ তুলশীরাম সড়কের সোনালী ব্যাংকসংলগ্ন ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় নিহত আশা রানীর পরিবারের বড় ভাই দিলীপ কুমার আগরওয়াল, বোন কৃষ্ণ দেবী আগরওয়াল, চান্দা দেবী, কিরণ দেবী, বোন জামাই প্রদীপ কুমার আগরওয়ালসহ এলাকাবাসী। মানববন্ধনে নিহত আশা রানীর বড় ভাই দিলীপ কুমার আগরওয়াল বলেন, তার বোনের স্বামী রাকেশ সিংহানিয়াসহ তার বাবা স্বজন সিংহানিয়া মিলে আশা রানীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। যৌতুকের ১০ লাখ টাকা দিতে না পারার কারণেই দীর্ঘদিন থেকে অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল। ওই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে আশা রানীকে হত্যা করা হয়। তিনি ঘাতক রাকেশসহ পুরো পরিবারের ফাঁসি দাবি করেন।
×