ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর আওয়ামী লীগে পাল্টা কমিটি

প্রকাশিত: ০৪:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম নগর আওয়ামী লীগে পাল্টা কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে গঠিত কমিটির বিপরীতে গঠিত হয়েছে পাল্টা কমিটি। মঙ্গলবার নগরীর পাঁচলাইশ এলাকায় কমিউনিটি সেন্টারে হাঙ্গামার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলন। কাউন্সিলর ও ডেলিগেট কার্ড না পেয়ে এতে যোগদানে বাধাপ্রাপ্ত হয় একটি অংশ। মিছিল করে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতিও হয়। সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক হন হাসিনা মহিউদ্দিন ও আনজুমান আরা চৌধুরী আনজি। এ কমিটি প্রত্যাখ্যান করে ঘোষণা করা হয় আরেকটি কমিটি, যাতে নমিতা আইচ এবং সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাল্টা কমিটি ঘোষণা দেয়া হয়। এ কমিটিতে গত কমিটির সিনিয়রসহ সভাপতি নমিতা আইচকে সভাপতি এবং তপতী সেনগুপ্তা, ফেরদৌসি নাজিম ও হাসিনা জাফরকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে সাবেক কাউন্সিলর রেহেনা বেগম রানু ও বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগমকে। সাংগঠনিক সম্পাদকের পথ দেয়া হয়েছে মর্জিনা আক্তার লুসিকে। এর আগে মঙ্গলবারের সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা, হাসিনা মহিউদ্দিনকে সভাপতি করে ১২ সদস্যের আংশিক কমিটির অনুমোদন ঘোষণা করেন। গত মঙ্গলবার চট্টগ্রামে আয়োজিত নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন। তাঁর বিরোধিতায় ছিলেন সিনিয়র সহসভাপতি নমিতা আইচ এবং সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তার অনুসারীরা। তাদের অভিযোগ, হাসিনা মহিউদ্দিন কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। এমনকি তার দলীয় সদস্য পদও ছিল না। কাউন্সিলর ও ডেলিগেট হিসাবে সকলকে কার্ড না দিয়ে তিনি চোরের মতো সম্মেলন করেছেন। কার্ড না পেয়ে অন্তত ২শ’ নেতাকর্মী সম্মেলনস্থলে প্রবেশ করতে পারেননি।
×