ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রেশম কর্মচারীদের বিক্ষোভ ॥ ডিজি অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে রেশম কর্মচারীদের বিক্ষোভ ॥ ডিজি অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজস্ব খাতে চাকরি স্থানান্তর ও বেতন-ভাতা প্রদানের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে রেশম শ্রমিকরা। এ সময় রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) আনিসুল হক ভুঞাকেও অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত চতুর্থ শ্রেণীর শ্রমিকরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেশম ভবনে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচী পালন করেন। পরে তারা তাদের দাবি সংবলিত স্মারকলিপিও পেশ করেন। আন্দোলনরত রেশম বোর্ডে কর্মরত শ্রমিকরা জানান, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর না করায় প্রায় ৫০ কর্মচারী হাইকোর্টে রিট করেন। রিটের দুটির রায় শ্রমিকদের অনুকূলে ঘোষিত হলে পরবর্তিতে রায়ের বিরুদ্ধে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ হাইকোর্টের সুপ্রিমকোর্টের আপীলেট ডিভিশনে আপীল মামলা দায়ের করে। আপীল বিভাগ ২০১৩ সালের জুলাইয়ে তা খারিজ করে দেয়। পরে আবারও রেশম উন্নয়ন বোর্ড খারিজ রিভিউ পিটিশন দায়ের করে। কিন্তু আপীল ডিভিশন গত ৫ ডিসেম্বর সেটিও খারিজ করে দেয়।
×