ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী

প্রকাশিত: ০৪:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

আজ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৪২ সালের এই দিনে রংপুরের পীরগঞ্জ থানার ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। উপমহাদেশের খ্যাতনামা এ বিজ্ঞানী আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার জগদীস চন্দ্র বসু সোসাইটি ‘স্যার জগদীস চন্দ্র বসু স্বর্ণপদক-এ ভূষিত করে তাঁকে। বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াজেদ মিয়া আইয়ুব খান বিরোধী আন্দোলনসহ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আনবিক শক্তি বিজ্ঞানী সংঘ, পদার্থবিজ্ঞান সমিতি, বিজ্ঞান উন্নয়ন সমিতি, বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি, রংপুর জেলা সমিতি এবং জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৯ মে মারা যান তিনি। পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ মৃধার বিরুদ্ধে দুদকের চার্জশীট নিয়োগ দুর্নীতি মামলা স্টাফ রিপোর্টার ॥ রেলওয়ে পূর্বাঞ্চলের দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় সম্পূরক চার্জশীট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক এ চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
×