ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদক পেলেন ৩৭ জন

কোস্টগার্ডকে স্বয়ংসম্পূর্ণ বাহিনীতে পরিণত করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

কোস্টগার্ডকে স্বয়ংসম্পূর্ণ বাহিনীতে পরিণত করা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে আরও যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ বাহিনীতে পরিণত করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড বাহিনীর সদর দফতরে বাংলাদেশ কোস্টগার্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বদ্ধপরিকর। কোস্টগার্ড বাহিনীর উন্নয়নে বেশকিছু উল্লেখযোগ্য পদেক্ষপ সরকার গ্রহণ করেছে। প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জমকালো অনুষ্ঠানে ৩৭ জন সামরিক ও বেসামরিক কোস্টগার্ড সদস্যদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোস্টগার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘বাংলাদেশ কোস্টগার্ড পদক’, ‘প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক’, ‘বাংলাদেশ কোস্টগার্ড পদক (সেবা)’ ও ‘প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক (সেবা)’ ৪ ক্যাটাগরিতে ২২ জন কর্মকর্তা ১৩ জন নাবিক এবং ২ জন বেসামরিক কর্মচারীকে পদক দেয়া হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ডিএ/এমএ ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×