ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিজাইন এ্যাওয়ার্ড প্রদান

আইএবির নির্বাহী পরিষদের ২২তম অভিষেক

প্রকাশিত: ০৪:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

আইএবির নির্বাহী পরিষদের ২২তম অভিষেক

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) ডিজাইন এ্যাওয়ার্ড প্রদান ও কার্যনির্বাহী পরিষদের ২২তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নতুন কার্যনির্বাহী সদস্যদের শপথ কাজ পাঠ করান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেশ ওসমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএবি’র প্রেসিডেন্ট স্থপতি কাজী গোলাম নাসির, সাধারণ সম্পাদক স্থপতি কাজী এম আরিফ, আইএবি এ্যাওয়ার্ড ২০১৬ এর সমন্বয়ক স্থপতি শায়লা জোয়ার্দ্দার, বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি স্থপতি আবু সাঈদ এম আহমেদ। অনুষ্ঠানে আইএবি’র ২১তম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের বিদায়ী সংবর্ধনা ও আইএবি ডিজাইন এ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়। আইএবি ডিজাইন এ্যাওয়ার্ড ২০১৬তে মাল্টিপল হাউজিং ক্যাটাগরিতে ৩ জন, এডুকেশনারল ক্যাটাগরিতে ৭ জন, সোসিও কালচার ক্যাটাগরিতে ৫ জন, কমার্শিয়াল ক্যাটাগরিতে ৬ জন, ইন্ডাষ্ট্রিয়াল ক্যাটাগরিতে ৫ জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ১০ জন এ্যাওয়ার্ড পান। -বিজ্ঞপ্তি কৃত্রিম হার্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে একটি কৃত্রিম হার্ট প্রদর্শন করা হয়। এটি তৈরি করেছে বায়োমেডিক্যাল কোম্পানি কারমাত। প্রতিষ্ঠানটি মনে করে, এই হার্ট চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান রাখবে। -এএফপি নারীদের বিক্ষোভ ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে কসভোর রাজধানী প্রিস্টিনায় নারীর প্রতি সহিংসতা ও অবিচারের নিন্দা জানিয়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ আন্দোলনের সদস্যরা নানা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ করেন। -এএফপি
×