ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় সুন্দরবন দিবস পালন

প্রকাশিত: ০৪:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় সুন্দরবন দিবস পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’- এই সেøাগানে নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচীর শেষ দিন মঙ্গলবার ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলনা বন বিভাগ ও সুন্দরবন একাডেমির যৌথ আয়োজনে এবং কয়েকটি সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচী পালন করা হয়। অলোচনা সভায় বক্তারা সুন্দরবনকে উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে স্থায়ী রূপ দেয়ার আহ্বান জানান। মঙ্গলবার সকালে মহানগরীর জাতিসংঘ শিশুপার্কে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে সুন্দরবন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন- সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনসের পরিচালক প্রফেসর ড. দিলীপ দত্ত, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, ইউএসএআইডির চীফ অব পার্টি গ্রে এফ কলিন্স এবং ইউএসএআইডির ক্রেল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ জিয়াউল হক। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী। অনুষ্ঠানে সুন্দরবনের ওপর চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ‘সুন্দরবনকে ভালবাসুন’- এই সেøাগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদ্যাপিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন ও সাংবাদিক ফোরামের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের অধ্যক্ষ মীর জুলফিকার আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, অধ্যাপক মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের আহ্বায়ক নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল হক মিঠু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ।
×