ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়সহ ১৭ জন পাচ্ছেন একুশে পদক

প্রকাশিত: ০৮:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়সহ ১৭ জন পাচ্ছেন একুশে পদক

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ও দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়সহ দেশের ১৭ বিশিষ্ট নাগরিককে দেয়া হচ্ছে এ বছরের একুশে পদক। স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের একুশে পদক ২০১৭ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক তুলে দেবেন। রবিবার রাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। পদকের জন্য মনোনীত গুণী ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ভাষা আন্দোলনে অবদানের জন্য অধ্যাপক শরিফা খাতুন, শিল্পকলায় (সঙ্গীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম, শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্যে) সৈয়দ আবদুল্লাহ খালেদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী, ভাষা ও সাহিত্যে সুকুমার বড়ুয়া, শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা ও শিল্পকলায় (সঙ্গীত) রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন আবুল মোমেন ও স্বদেশ রায়। উল্লেখ করা যেতে পারে, সাংবাদিক স্বদেশ রায় দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করা ছাড়াও কলামিস্ট হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কলাম লিখছেন তিনি। বিদেশের ১০ টিরও বেশি সাপ্তাহিক ও দৈনিকে নিয়মিত তার কলাম ছাপা হচ্ছে। গালফ নিউজ, দ্যা হাফিংটন পোস্টসহ আন্তর্জাতিক গণমাধ্যম স্বদেশ রয়ের কলামের বরাদ দিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছে। স্বদেশ রায় এর আগে সচিত্র সন্ধানী, যায় যায় দিন, দৈনিক রূপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। বিরুদ্ধ সময়ে দাঁড়িয়ে তার সাহসী উচ্চারণ সাধারণের মনে আশা জাগিয়েছে। তার রাজনৈতিক বিশ্লেষণ, দিক নির্দেশনা, সমাজ চিন্তা, সংস্কৃতির বোধ ও গবেষণা পাঠককে মুগ্ধ করে রাখে। রিপোর্টার হিসেবেও তার আছে সোনালি অতীত। সেই অভিজ্ঞতায় এখনও লিখে চলেছেন। বহুমুখী প্রতিভার স্বদেশ রায় গদ্য এবং কবিতা সাহিত্যেও সাবলীলভাবে বিচরণ করছেন।
×