ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলের দরে ফরাসীদের হাতে ভারতীয় এ্যাম্বাসেডর

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

জলের দরে ফরাসীদের হাতে ভারতীয় এ্যাম্বাসেডর

দেশী-বিদেশী নামী গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত আর টিকতে পারল না ভারতীয় গাড়ির ঐতিহ্যবাহী ব্র্যান্ড এ্যাম্বাসেডর। নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান মোটরস অনেকটা পানির দামেই, মাত্র ১ কোটি ২০ লাখ ডলারে (৮০ কোটি রূপী) তাদের এই আইকনিক ব্র্যান্ডটি ফরাসি কোম্পানি পুজোর কাছে বিক্রি করে দিয়েছে বলে বিবিসির খবর। এক সময় ভারতে মর্যাদার প্রতীক হয়ে ওঠা এই গাড়ি দেশটির মন্ত্রীদের কাছে খুবই প্রিয়। কিন্তু লোকসানের মুখে ২০১৪ সালে হিন্দুস্তান মোটরস এ্যাম্বাসেডর উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। হিন্দুস্তান মোটরসের মালিক সিকে বিড়লা শিল্পগোষ্ঠী জানিয়েছে, তারা ইতোমধ্যে পুজোর সঙ্গে ৮০ কোটি রূপীর চুক্তি চূড়ান্ত করেছে। বিড়লার একজন মুখপাত্র জানিয়েছেন, চুক্তি অনুযায়ী এ্যাম্বাসেডরের ব্র্যান্ড ও ট্রেডমার্ক ফরাসী ওই কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×