ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্পিন কোচ ভারতের সুনীল যোশি!

প্রকাশিত: ০৪:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের স্পিন কোচ ভারতের  সুনীল যোশি!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টটি শেষ হলে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশের সঙ্গে থাকবেন স্পিন বোলিং কোচ ভারতের সাবেক স্পিনার সুনীল যোশিও। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। যোশিকে ভারতের প্রধান কোচ অনীল কুম্বলেই নিতে বলেছেন। তার পরামর্শেই যোশিকে পাচ্ছে বাংলাদেশ। এমনকি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত জন্টি রোডসও বাংলাদেশের সঙ্গে যত দ্রুত সম্ভব যোগ দিতে পারেন বলেও জানিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম। তবে শ্রীলঙ্কা সফরেই যোশিকে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে না। তাকে একটু ঝালিয়ে নেয়া হবে। সফরে মূলত যোশির কাজ দেখতে চায় বিসিবি। ভারতের সাবেক এই স্পিনারের কাজ পছন্দ হলে দীর্ঘমেয়াদে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আকরাম খান। আকরাম খান বলেন, ‘যোশির সঙ্গে আমাদের কথা হয়েছে। শ্রীলঙ্কা সফরে আমরা ওকে রাখতে চাই। ওখানে ওর কাজ দেখে তারপর দীর্ঘমেয়াদে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপাতত শ্রীলঙ্কা সফরে আমরা তাকে পাচ্ছি।’ এরআগে বলা হয়েছিল বাংলাদেশের ফিল্ডিং কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডস। এই আলোচনারও অগ্রগতি হয়েছে। রোডসের বাংলাদেশের ফিল্ডিং কোচ হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এ নিয়ে আকরাম বলেন, ‘জন্টির সঙ্গে কথাবার্তা চলছে। অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে।’ লঙ্কান কোচ রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন কোচের সন্ধানে আছে বিসিবি। কিন্তু পছন্দের কেউ মিলছিল না। এবার ভারত সফরে এসে কোচ নির্বাচনে ভারতের কোচ অনীল কুম্বলের দ্বারস্থ হয় বিসিবি। যোশিকে কোচ করতে কুম্বলেই বিসিবিকে পরামর্শ দিয়েছেন। ভারতের হয়ে ১৫ টেস্টে ৪১ উইকেট নিয়েছেন যোশি। এছাড়া ৬৯ ওয়ানডেতে তার শিকার ৬৯ উইকেট। বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্মেন্স করেছিলেন যোশি। এরআগে তিনি জম্মু ও কাশ্মীর এবং ওমানের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
×