ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫১, ১২ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্টে প্রবাসী নিহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ভাতশালা গ্রামের শামীম হাসান (৪৭) নামে এক প্রবাসী শনিবার বিকেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তার ছেলে এ্যাডভোকেট বদরুজ্জামান জানান, এদিন বিকেলে বাড়ির বাগানে গাছের ডাল কাটতে উঠলে পাশের বিদ্যুত লাইনের তার ছিঁড়ে পড়লে তার পিতা বিদ্যুতস্পৃষ্ট হন। তিনি বিদেশে চাকরি করতেন। স্কুলছাত্রী অপহরণ চেষ্টা ॥ শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ॥ কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে অপহরণের সময় অপহরণকারী শিক্ষককে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার ওই ছাত্রী কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রী জানিয়েছে, শনিবার সকালে তার স্কুলেরই বিজ্ঞান শিক্ষক মিল্টন বাড়ৈর কাছে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে তাওহিদ শেখ নামে এক গৃহ-শিক্ষক পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে স্কচটেপ লাগিয়ে জোর করে ভ্যানে তোলে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা ওই গৃহ-শিক্ষক তাওহিদকে মারপিট দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, বছর খানেক আগে তাওহিদ হাউস-টিউটর হিসেবে ওই ছাত্রীকে প্রাইভেট পড়াত। এ সময় সে তাকে প্রেম নিবেদন করে। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার বাবা-মা গৃহ-শিক্ষককে অব্যাহতি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাওহিদ এ ঘটনা ঘটিয়েছে বলে ওই ছাত্রীর অভিযোগ। জেলা আওয়ামী লীগের সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা হয়েছে। এটি এখানে এই প্রথম। তৃণমূলে আওয়ামী লীগের কার্যক্রম আরও প্রসারিত, সাংগঠনিক ভীত তৈরি, রাজনৈতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে আয়োজকরা জানিয়েছেন। সভ্যতার জনপদ মুন্সীগঞ্জের রাজনৈতিক সমৃদ্ধ ইতিহাস দীর্ঘকাল থেকে। মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের সেই ঐতিহ্যকে এগিয়ে নেয়ার জন্য ভিন্ন আঙ্গিকে সভাটি করা হয়েছে। পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা ॥ দোহার উপজেলার মৈনটঘাট সংলগ্ন পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দু’দিনেও খোঁজ মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীরা হলেনÑ বেসরকারী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাওন সরকার ও মিজানুর রহমান মিন্টু। শুক্রবার বিকেলে তারা মাঝ পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার কোন এক সময় ফুটবল পদ্মা নদীতে পড়ে গেলে মিন্টু ও শাওন বল তুলতে নদীতে নামলে স্রোতের টানে ভেসে যায়। এরপর থেকে তারা উভয়ই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ঢাকার সিদ্দিক বাজারের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ঘটনাস্থলে উদ্ধার কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন। রাতেই নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবকরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। শনিবার দুপুরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান। তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন। সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট এয়ারপোর্ট-বাইপাস-ভোলাগঞ্জ রাস্তার কাজ দ্রুত সম্পন্ন ও ধুলাবালিমুক্ত করার দাবিতে শনিবার দুপুরে সালুটিকর পয়েন্টে মানববন্ধন করেছে সালুটিকর ডিগ্রি কলেজ ও হাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। দীর্ঘ এক যুগ পর সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু হলেও কাজের ধীরগতি ও গুণগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন মানববন্ধনে অংশ নেয়া বক্তারা। বক্তরা আরও বলেন, রাস্তায় প্রচ- ধুলাবালির কারণে ইতোমধ্যে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়াও দীর্ঘ এক যুগ ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় ধুলাবালিতে জনসাধারণের চলাচল অসম্ভব হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে তিনটি উপজেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ চলাচল করে থাকে। যদিও রাস্তার নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্পেকটা ইঞ্জিনিয়ারিং লিঃ এর রাস্তা সংস্কার ও ধুলাবালি নিরসনে নিয়মিত পানি দেয়ার কথা থাকলেও তারা সেটা করছে না। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ধুলাবালি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সালুটিকর পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সালুটিকর কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান এমাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। সিরাজদিখানে সংঘর্ষে আহত ৯ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে শনিবার মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। এ সময় ভাংচুর হয় ১০ বাড়ি। গুরুতর আহত কুমারখালী গ্রামের মৃত চাঁন মিয়ার দুই ছেলে আকবর আলী ও নেকবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সরকারী খালে মাছ ধরার জন্য বাঁধ দিচ্ছিল। কিন্তু এ বাঁধ দেয়ার জন্য জমির পাড় কেটে মাটি নেয়ায় কুমারখালী গ্রামের লোকদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। কেশবপুরে পিঠা উৎসব নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১১ ফেব্রুয়ারি ॥ শনিবার বিকেলে কেশবপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘হরেক রকম পিঠার মেলায় পড়শীরা সব কই?’Ñ সেøাগান নিয়ে শহরের রক্ত করবী মঞ্চে অনুষ্ঠিত এ উৎসবে গৃহবধূরা ছাঁচের পিঠা, দুধকুলি পিঠা, পাকান পিঠা, পাটিসাপটা, বকুল পিঠাসহ হরেক রকমের পিঠা তৈরি করে নিয়ে আসে।
×