ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাঠ্যপুস্তকে সাঁওতালী বর্ণমালা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

পাঠ্যপুস্তকে সাঁওতালী  বর্ণমালা দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে সাঁওতালী (রোমান) বর্ণমালা ব্যবহারের দাবিতে আদিবাসীদের কয়েকটি সংগঠন শনিবার দিনাজপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে নর্দান আদিবাসী ছাত্র ঐক্যজোট বাংলাদেশসহ আদিবাসীদের আরও ৩টি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। আদিবাসী ছাত্র নেতা আলবিনুশ টুডু’র সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। তাই আমাদের দাবি সরকার আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষার প্রতি সন্মান দেখিয়ে কোমলমতি শিশু-কিশোর শিক্ষার্থীদের জন্য প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তকে সাঁওতাল (রোমান) বর্ণমালা ব্যবহারের ব্যবস্থা করে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। তারা বলেন, ১৯৫২ সালে বাঙালীরা নিজের মাতৃভাষার জন্য আন্দোলন করেছিলেন এবং সফল হয়েছে আমরা আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন করছি। সাঁওতাল জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণের দাবি পাঠ্যপুস্তকে সাঁওতাল ভাষার ব্যবহার উপেক্ষা করা যাবে না। এ সময় বক্তব্য রাখেনÑ নর্দান ইনডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন সভাপতি জন মুরমু, সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন সভাপতি মিলন সরেন, সদস্য পল্লব কিস্কু, রিপন হাসদা, আদিবাসী পত্রিকা তাবিখা সংবাদ-এর সম্পাদক স্টেফান সরেন, সাঁওতাল লেখক ফোরাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হেমরম, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন ও সাধারণ সম্পাদক জাকারিয়াস ডুমরি, সান্তাল গবেষক লগেন কিস্কু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম সভাপতি হিংগু মুরমু, সাঁওতাল সমন্বয় পরিষদের সভাপতি কর্নেলিয়াস ও আউলিয়াপুর প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোসেফ মুরমু প্রমুখ।
×